• রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কার্লোস তেভেজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

গতকাল সকালে বুকে ব্যথা নিয়ে বুয়েন্স আইরেসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কার্লোস তেভেজ। তার একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। এরপর বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার।

ফুটবল থেকে অবসরের পর পেশা হিসেবে কোচিংটাকে বেছে নিয়েছেন তেভেজ। বর্তমানে ইন্দিপেন্দিয়েন্তের কোচ তিনি। ক্লাবের পক্ষ থেকে তেভেজের শারীরিক অবস্থা নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আজ বাসায় বিশ্রাম নেবেন তেভজ এবং আগামীকাল থেকে অনুশীলনে ফিরবেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্লোস তেভেজের শারীরিক পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসায় ফিরে বিশ্রাম নেবেন এবং আগামীকাল অনুশীলনে ফিরবেন।’

ঠিক কী কারণে তেভেজ বুকে ব্যথা অনুভব করেছিলেন, সেটি এখনও জানানো হয়নি।

গতকাল ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে বলা হয়েছিল, ‘বুকে ব্যথা নিয়ে আমাদের কোচ কার্লোস তেভেজ লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছে, সেটার ফল সন্তোষজনক। আজ তার সাধারণ চেকআপের অংশ হিসেবে আরও পরীক্ষা করা হবে। পরীক্ষাগুলো শেষ হওয়ার আগপর্যন্ত তেভেজ হাসপাতালে ভর্তি থাকবেন।’


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর