• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

সাবেক অ্যাটর্নি জেনারেলের সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪

সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী প্রতি সম্মান জানিয়ে আজ রবিবার (৫মে) সকাল ১০টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং ১১টার পর হাইকোর্ট বিভাগে বিচার কাজ বন্ধ থাকবে।

এদিন সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ ঘোষণা দেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২ মে) মারা যান এ জে মোহাম্মদ আলী। সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইনজীবীরা শুধু আজ তাদের মামলা মেনশন করার সুযোগ পাবেন। মেনশনের সুবিধার্থে আপিল বিভাগ সাড়ে ১০টা পর্যন্ত ও হাইকোর্ট বিভাগ সকাল ১১টা পর্যন্ত বসবেন।

এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি ছিলেন। জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা এম. এইচ. খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

মোহাম্মদ আলী ১৯৮০ সালের ২ ফেব্রুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর ২০০১ সালের ২৩ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। পরে, ২০০৫ সালের ৩০ এপ্রিল অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন।

২০০৭ সালের ২৪ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তিনি পদত্যাগ করেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটিরও দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর