ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সমর্থন জানিয়েছে হাজারো প্রতিবন্ধি৷ রবিবার (২৪ ডিসেম্বর) সকালে পৌর শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধি ঐক্যফোরামের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। এ সময় জেলার সদর উপজেলার প্রায় ১ হাজার প্রতিবন্ধি আনুষ্ঠানিকভাবে মোকতাদির চৌধুরীকে সমর্থন জানান।
সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধি ঐক্যফোরামের সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না। এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট চিকিৎসক সাইফউদ্দিন খান শুভ্রসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধিদের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়ে উচ্ছসিত নৌকা প্রতীকের প্রার্থী মোকতাদির চৌধুরী। এসময় তিনি বলেন, কোন নির্বাচনী আয়োজনে প্রতিবন্ধিদের এ রকম সক্রিয় অংশগ্রহণ এর আগে কখনো দেখা যায়নি। তাই প্রতিবন্ধি ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য তিনি নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ জানান।