নারায়ণগঞ্জের রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। তারা রেললাইন লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল। আটকরা হলেন- জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের কালিরবাজার এলাকায় নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।
বিকেলে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।
তিনি বলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। আমরা সকাল থেকে রেলওয়েজুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে তিন নাশকতাকারী হাত বোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টা করছিল। তাদের হাতেই একটা হাত বোমা বিস্ফোরিত হয়। সেই শব্দ শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।