• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র আর্সেনালের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক নম্বরে থেকেই বড়দিন উদযাপন করবে প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল। যদিও এগিয়েছিলো লিভারপুল। জিততে গিয়ে না জিততে পারার আক্ষেপ থেকেই যাবে তাদের।

অ্যানফিল্ডে রোমাঞ্চকর ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিক দল। মার্টিন ওডেগারের ফ্রি-কিক থেকে দারুণ হেডে আর্সেনালের খাতা খুলেন গ্যাব্রিয়েল। এরপর ঘুরে দাঁড়াতে মরিয়া ওঠে লিভারপুল। আর্সেনালও ব্যবধান বাড়ানোর লক্ষ্যে খেলতে থাকে। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। ২৯ মিনিটে অলরেডদের সমতায় ফেরান মোহামেদ সালাহ। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের দূরপাল্লার পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধেই ১-১ গোলে সমতার পর দ্বিতীয়ার্ধে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল অল রেডরা। তবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা সেসব কাজে লাগাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ঘরের মাঠে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর