-1765872734230-393754492.png&w=1920&q=75)
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক সামগ্রী উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্মারক ডাকটিকিট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত এ স্মারক সামগ্রী দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচির পাশাপাশি স্মারক প্রকাশ করা হয়ে থাকে।
-1765872734230-393754492.png&w=1920&q=75)
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক সামগ্রী উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্মারক ডাকটিকিট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত এ স্মারক সামগ্রী দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচির পাশাপাশি স্মারক প্রকাশ করা হয়ে থাকে।
-1765872734230-393754492.png&w=1920&q=75)
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক সামগ্রী উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্মারক ডাকটিকিট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত এ স্মারক সামগ্রী দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচির পাশাপাশি স্মারক প্রকাশ করা হয়ে থাকে।
-1765872734230-393754492.png&w=1920&q=75)
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এসব স্মারক সামগ্রী উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্মারক ডাকটিকিট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত এ স্মারক সামগ্রী দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচির পাশাপাশি স্মারক প্রকাশ করা হয়ে থাকে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!