অন্য ভাষায় বলা কথা সঙ্গে সঙ্গে নিজের পছন্দের ভাষায় অনুবাদ হয়ে হেডফোনে শোনার সুবিধা চালু করছে গুগল। নতুন এই ফিচারের মাধ্যমে বক্তার কণ্ঠের টোন, জোর ও কথার স্বাভাবিক ছন্দ বজায় থাকবে, ফলে কথোপকথন আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) গুগল আনুষ্ঠানিকভাবে এই নতুন সুবিধার ঘোষণা দেয়। ‘লাইভ ট্রান্সলেট’ নামের এই ফিচারে গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে উন্নত জেমিনি এআই প্রযুক্তি, যা আরও স্বাভাবিক ও নির্ভুল অনুবাদ নিশ্চিত করবে।
গুগল জানিয়েছে, লাইভ ট্রান্সলেট ব্যবহারে যে কোনো সাধারণ হেডফোনই একমুখী রিয়েল-টাইম অনুবাদ ডিভাইসে পরিণত হবে। বিদেশে ভ্রমণের সময়, ভিন্ন ভাষার বক্তৃতা বা লেকচার শোনা, এমনকি অন্য ভাষার সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখার ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে।
গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) রোজ ইয়াও এক ব্লগ পোস্টে বলেন, গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করলেই ব্যবহারকারীরা তাৎক্ষণিক অনুবাদ শুনতে পারবেন।
প্রাথমিকভাবে এই ফিচারটি বিটা সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। এটি ৭০টিরও বেশি ভাষা সমর্থন করবে এবং সব ধরনের হেডফোনে কাজ করবে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস ব্যবহারকারী এবং আরও কয়েকটি দেশে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গুগল ট্রান্সলেটে যুক্ত হওয়া উন্নত জেমিনি এআই বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হচ্ছে। এতে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, আরবি, চীনা, জাপানি ও জার্মানসহ প্রায় ২০টি ভাষায় উন্নত অনুবাদ সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—সব প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যাবে।
একই সঙ্গে গুগল তাদের ভাষা শেখার টুলসও সম্প্রসারণ করছে। নতুন করে প্রায় ২০টি দেশে এই সুবিধা চালু হচ্ছে, যার মধ্যে জার্মানি, ভারত, সুইডেন ও তাইওয়ান রয়েছে। এতে বিভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীরা ইংরেজিসহ একাধিক ভাষা শেখার সুযোগ পাবেন।
অন্য ভাষায় বলা কথা সঙ্গে সঙ্গে নিজের পছন্দের ভাষায় অনুবাদ হয়ে হেডফোনে শোনার সুবিধা চালু করছে গুগল। নতুন এই ফিচারের মাধ্যমে বক্তার কণ্ঠের টোন, জোর ও কথার স্বাভাবিক ছন্দ বজায় থাকবে, ফলে কথোপকথন আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) গুগল আনুষ্ঠানিকভাবে এই নতুন সুবিধার ঘোষণা দেয়। ‘লাইভ ট্রান্সলেট’ নামের এই ফিচারে গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে উন্নত জেমিনি এআই প্রযুক্তি, যা আরও স্বাভাবিক ও নির্ভুল অনুবাদ নিশ্চিত করবে।
গুগল জানিয়েছে, লাইভ ট্রান্সলেট ব্যবহারে যে কোনো সাধারণ হেডফোনই একমুখী রিয়েল-টাইম অনুবাদ ডিভাইসে পরিণত হবে। বিদেশে ভ্রমণের সময়, ভিন্ন ভাষার বক্তৃতা বা লেকচার শোনা, এমনকি অন্য ভাষার সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখার ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে।
গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) রোজ ইয়াও এক ব্লগ পোস্টে বলেন, গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করলেই ব্যবহারকারীরা তাৎক্ষণিক অনুবাদ শুনতে পারবেন।
প্রাথমিকভাবে এই ফিচারটি বিটা সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। এটি ৭০টিরও বেশি ভাষা সমর্থন করবে এবং সব ধরনের হেডফোনে কাজ করবে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস ব্যবহারকারী এবং আরও কয়েকটি দেশে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গুগল ট্রান্সলেটে যুক্ত হওয়া উন্নত জেমিনি এআই বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হচ্ছে। এতে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, আরবি, চীনা, জাপানি ও জার্মানসহ প্রায় ২০টি ভাষায় উন্নত অনুবাদ সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—সব প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যাবে।
একই সঙ্গে গুগল তাদের ভাষা শেখার টুলসও সম্প্রসারণ করছে। নতুন করে প্রায় ২০টি দেশে এই সুবিধা চালু হচ্ছে, যার মধ্যে জার্মানি, ভারত, সুইডেন ও তাইওয়ান রয়েছে। এতে বিভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীরা ইংরেজিসহ একাধিক ভাষা শেখার সুযোগ পাবেন।
অন্য ভাষায় বলা কথা সঙ্গে সঙ্গে নিজের পছন্দের ভাষায় অনুবাদ হয়ে হেডফোনে শোনার সুবিধা চালু করছে গুগল। নতুন এই ফিচারের মাধ্যমে বক্তার কণ্ঠের টোন, জোর ও কথার স্বাভাবিক ছন্দ বজায় থাকবে, ফলে কথোপকথন আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) গুগল আনুষ্ঠানিকভাবে এই নতুন সুবিধার ঘোষণা দেয়। ‘লাইভ ট্রান্সলেট’ নামের এই ফিচারে গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে উন্নত জেমিনি এআই প্রযুক্তি, যা আরও স্বাভাবিক ও নির্ভুল অনুবাদ নিশ্চিত করবে।
গুগল জানিয়েছে, লাইভ ট্রান্সলেট ব্যবহারে যে কোনো সাধারণ হেডফোনই একমুখী রিয়েল-টাইম অনুবাদ ডিভাইসে পরিণত হবে। বিদেশে ভ্রমণের সময়, ভিন্ন ভাষার বক্তৃতা বা লেকচার শোনা, এমনকি অন্য ভাষার সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখার ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে।
গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) রোজ ইয়াও এক ব্লগ পোস্টে বলেন, গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করলেই ব্যবহারকারীরা তাৎক্ষণিক অনুবাদ শুনতে পারবেন।
প্রাথমিকভাবে এই ফিচারটি বিটা সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। এটি ৭০টিরও বেশি ভাষা সমর্থন করবে এবং সব ধরনের হেডফোনে কাজ করবে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস ব্যবহারকারী এবং আরও কয়েকটি দেশে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গুগল ট্রান্সলেটে যুক্ত হওয়া উন্নত জেমিনি এআই বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হচ্ছে। এতে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, আরবি, চীনা, জাপানি ও জার্মানসহ প্রায় ২০টি ভাষায় উন্নত অনুবাদ সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—সব প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যাবে।
একই সঙ্গে গুগল তাদের ভাষা শেখার টুলসও সম্প্রসারণ করছে। নতুন করে প্রায় ২০টি দেশে এই সুবিধা চালু হচ্ছে, যার মধ্যে জার্মানি, ভারত, সুইডেন ও তাইওয়ান রয়েছে। এতে বিভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীরা ইংরেজিসহ একাধিক ভাষা শেখার সুযোগ পাবেন।
অন্য ভাষায় বলা কথা সঙ্গে সঙ্গে নিজের পছন্দের ভাষায় অনুবাদ হয়ে হেডফোনে শোনার সুবিধা চালু করছে গুগল। নতুন এই ফিচারের মাধ্যমে বক্তার কণ্ঠের টোন, জোর ও কথার স্বাভাবিক ছন্দ বজায় থাকবে, ফলে কথোপকথন আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) গুগল আনুষ্ঠানিকভাবে এই নতুন সুবিধার ঘোষণা দেয়। ‘লাইভ ট্রান্সলেট’ নামের এই ফিচারে গুগল ট্রান্সলেটে যুক্ত হচ্ছে উন্নত জেমিনি এআই প্রযুক্তি, যা আরও স্বাভাবিক ও নির্ভুল অনুবাদ নিশ্চিত করবে।
গুগল জানিয়েছে, লাইভ ট্রান্সলেট ব্যবহারে যে কোনো সাধারণ হেডফোনই একমুখী রিয়েল-টাইম অনুবাদ ডিভাইসে পরিণত হবে। বিদেশে ভ্রমণের সময়, ভিন্ন ভাষার বক্তৃতা বা লেকচার শোনা, এমনকি অন্য ভাষার সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখার ক্ষেত্রেও এই সুবিধা কার্যকর হবে।
গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) রোজ ইয়াও এক ব্লগ পোস্টে বলেন, গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করলেই ব্যবহারকারীরা তাৎক্ষণিক অনুবাদ শুনতে পারবেন।
প্রাথমিকভাবে এই ফিচারটি বিটা সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। এটি ৭০টিরও বেশি ভাষা সমর্থন করবে এবং সব ধরনের হেডফোনে কাজ করবে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস ব্যবহারকারী এবং আরও কয়েকটি দেশে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া গুগল ট্রান্সলেটে যুক্ত হওয়া উন্নত জেমিনি এআই বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতে চালু হচ্ছে। এতে ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, আরবি, চীনা, জাপানি ও জার্মানসহ প্রায় ২০টি ভাষায় উন্নত অনুবাদ সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—সব প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা যাবে।
একই সঙ্গে গুগল তাদের ভাষা শেখার টুলসও সম্প্রসারণ করছে। নতুন করে প্রায় ২০টি দেশে এই সুবিধা চালু হচ্ছে, যার মধ্যে জার্মানি, ভারত, সুইডেন ও তাইওয়ান রয়েছে। এতে বিভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীরা ইংরেজিসহ একাধিক ভাষা শেখার সুযোগ পাবেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!