
দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক তাদের নতুন ‘ব্র্যান্ড আইডেন্টিটি’ উন্মোচন করেছে। অত্যাধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর অপারেটর হিসেবে রূপান্তরের অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ-বলে জানিয়েছে বাংলালিংক।
নতুন পরিচয় অপারেটরটির মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন (ডিও ১৪৪০)’-কে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে যোগাযোগ, শিক্ষা, কাজ ও বিনোদন-সব ক্ষেত্রেই ডিজিটাল কানেক্টিভিটির ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে। ইন্টারনেট ব্রাউজিং, বিনোদন, সেল্ফ-কেয়ার অ্যাপ ব্যবহার অথবা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ-এসব অভিজ্ঞতা আরও সহজ, নির্ভরযোগ্য ও অর্থবহ করতে নতুন ব্র্যান্ড ডিজাইন তৈরি করেছে বাংলালিংক।
প্রাণবন্ত রং, আধুনিক নকশা ও বন্ধুত্বপূর্ণ টোনের সমন্বয়ে নির্মিত নতুন ভিজ্যুয়াল সিস্টেম বাংলালিংকের গতি, সরলতা ও ডিজিটাল–প্রথম দর্শনকে তুলে ধরে।
বাংলালিংক জানায়, কেবল নেটওয়ার্ক সেবা নয়, গ্রাহকের প্রয়োজন বোঝা এবং তা সমাধান করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক আধুনিকায়ন, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং বিনোদন, শিক্ষা, গেমিংসহ জীবনধারাভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেমে বিনিয়োগ আরও বাড়িয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, নতুন ব্র্যান্ড পরিচয় আমাদের জন্য শুধু বাহ্যিক পরিবর্তন নয়; এটি গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। আমাদের লক্ষ্য হলো সবার জন্য নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা এবং মানুষের জীবনকে আরও সহজ করা।
বাংলালিংকের নতুন ব্র্যান্ড পরিচয় এখন থেকে প্রতিষ্ঠানটির সব গ্রাহকসেবা কেন্দ্র, রিটেইল আউটলেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রচারণায় ব্যবহার করা হবে।
সোশ্যাল মিডিয়ায় আলোচনা নতুন লোগো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা লোগোর নকশা নিয়ে বিভিন্ন মতামত জানাচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুন থেকে ওপারেটরটির সিইও পদটি খালি রয়েছে। পূর্ববর্তী সিইও আহমেদ আবু দোমা ওরাসকম টেলিকম হোল্ডিংয়ে যোগ দেওয়ার পর এখনো নতুন সিইও নিয়োগ দেওয়া হয়নি।

দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক তাদের নতুন ‘ব্র্যান্ড আইডেন্টিটি’ উন্মোচন করেছে। অত্যাধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর অপারেটর হিসেবে রূপান্তরের অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ-বলে জানিয়েছে বাংলালিংক।
নতুন পরিচয় অপারেটরটির মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন (ডিও ১৪৪০)’-কে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে যোগাযোগ, শিক্ষা, কাজ ও বিনোদন-সব ক্ষেত্রেই ডিজিটাল কানেক্টিভিটির ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে। ইন্টারনেট ব্রাউজিং, বিনোদন, সেল্ফ-কেয়ার অ্যাপ ব্যবহার অথবা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ-এসব অভিজ্ঞতা আরও সহজ, নির্ভরযোগ্য ও অর্থবহ করতে নতুন ব্র্যান্ড ডিজাইন তৈরি করেছে বাংলালিংক।
প্রাণবন্ত রং, আধুনিক নকশা ও বন্ধুত্বপূর্ণ টোনের সমন্বয়ে নির্মিত নতুন ভিজ্যুয়াল সিস্টেম বাংলালিংকের গতি, সরলতা ও ডিজিটাল–প্রথম দর্শনকে তুলে ধরে।
বাংলালিংক জানায়, কেবল নেটওয়ার্ক সেবা নয়, গ্রাহকের প্রয়োজন বোঝা এবং তা সমাধান করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক আধুনিকায়ন, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং বিনোদন, শিক্ষা, গেমিংসহ জীবনধারাভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেমে বিনিয়োগ আরও বাড়িয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, নতুন ব্র্যান্ড পরিচয় আমাদের জন্য শুধু বাহ্যিক পরিবর্তন নয়; এটি গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। আমাদের লক্ষ্য হলো সবার জন্য নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা এবং মানুষের জীবনকে আরও সহজ করা।
বাংলালিংকের নতুন ব্র্যান্ড পরিচয় এখন থেকে প্রতিষ্ঠানটির সব গ্রাহকসেবা কেন্দ্র, রিটেইল আউটলেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রচারণায় ব্যবহার করা হবে।
সোশ্যাল মিডিয়ায় আলোচনা নতুন লোগো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা লোগোর নকশা নিয়ে বিভিন্ন মতামত জানাচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুন থেকে ওপারেটরটির সিইও পদটি খালি রয়েছে। পূর্ববর্তী সিইও আহমেদ আবু দোমা ওরাসকম টেলিকম হোল্ডিংয়ে যোগ দেওয়ার পর এখনো নতুন সিইও নিয়োগ দেওয়া হয়নি।

দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক তাদের নতুন ‘ব্র্যান্ড আইডেন্টিটি’ উন্মোচন করেছে। অত্যাধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর অপারেটর হিসেবে রূপান্তরের অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ-বলে জানিয়েছে বাংলালিংক।
নতুন পরিচয় অপারেটরটির মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন (ডিও ১৪৪০)’-কে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে যোগাযোগ, শিক্ষা, কাজ ও বিনোদন-সব ক্ষেত্রেই ডিজিটাল কানেক্টিভিটির ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে। ইন্টারনেট ব্রাউজিং, বিনোদন, সেল্ফ-কেয়ার অ্যাপ ব্যবহার অথবা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ-এসব অভিজ্ঞতা আরও সহজ, নির্ভরযোগ্য ও অর্থবহ করতে নতুন ব্র্যান্ড ডিজাইন তৈরি করেছে বাংলালিংক।
প্রাণবন্ত রং, আধুনিক নকশা ও বন্ধুত্বপূর্ণ টোনের সমন্বয়ে নির্মিত নতুন ভিজ্যুয়াল সিস্টেম বাংলালিংকের গতি, সরলতা ও ডিজিটাল–প্রথম দর্শনকে তুলে ধরে।
বাংলালিংক জানায়, কেবল নেটওয়ার্ক সেবা নয়, গ্রাহকের প্রয়োজন বোঝা এবং তা সমাধান করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক আধুনিকায়ন, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং বিনোদন, শিক্ষা, গেমিংসহ জীবনধারাভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেমে বিনিয়োগ আরও বাড়িয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, নতুন ব্র্যান্ড পরিচয় আমাদের জন্য শুধু বাহ্যিক পরিবর্তন নয়; এটি গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। আমাদের লক্ষ্য হলো সবার জন্য নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা এবং মানুষের জীবনকে আরও সহজ করা।
বাংলালিংকের নতুন ব্র্যান্ড পরিচয় এখন থেকে প্রতিষ্ঠানটির সব গ্রাহকসেবা কেন্দ্র, রিটেইল আউটলেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রচারণায় ব্যবহার করা হবে।
সোশ্যাল মিডিয়ায় আলোচনা নতুন লোগো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা লোগোর নকশা নিয়ে বিভিন্ন মতামত জানাচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুন থেকে ওপারেটরটির সিইও পদটি খালি রয়েছে। পূর্ববর্তী সিইও আহমেদ আবু দোমা ওরাসকম টেলিকম হোল্ডিংয়ে যোগ দেওয়ার পর এখনো নতুন সিইও নিয়োগ দেওয়া হয়নি।

দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক তাদের নতুন ‘ব্র্যান্ড আইডেন্টিটি’ উন্মোচন করেছে। অত্যাধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর অপারেটর হিসেবে রূপান্তরের অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ-বলে জানিয়েছে বাংলালিংক।
নতুন পরিচয় অপারেটরটির মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন (ডিও ১৪৪০)’-কে সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের ডিজিটাল অগ্রযাত্রায় অবদান রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে যোগাযোগ, শিক্ষা, কাজ ও বিনোদন-সব ক্ষেত্রেই ডিজিটাল কানেক্টিভিটির ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে। ইন্টারনেট ব্রাউজিং, বিনোদন, সেল্ফ-কেয়ার অ্যাপ ব্যবহার অথবা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ-এসব অভিজ্ঞতা আরও সহজ, নির্ভরযোগ্য ও অর্থবহ করতে নতুন ব্র্যান্ড ডিজাইন তৈরি করেছে বাংলালিংক।
প্রাণবন্ত রং, আধুনিক নকশা ও বন্ধুত্বপূর্ণ টোনের সমন্বয়ে নির্মিত নতুন ভিজ্যুয়াল সিস্টেম বাংলালিংকের গতি, সরলতা ও ডিজিটাল–প্রথম দর্শনকে তুলে ধরে।
বাংলালিংক জানায়, কেবল নেটওয়ার্ক সেবা নয়, গ্রাহকের প্রয়োজন বোঝা এবং তা সমাধান করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক আধুনিকায়ন, গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়ন এবং বিনোদন, শিক্ষা, গেমিংসহ জীবনধারাভিত্তিক ডিজিটাল ইকোসিস্টেমে বিনিয়োগ আরও বাড়িয়েছে।
উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, নতুন ব্র্যান্ড পরিচয় আমাদের জন্য শুধু বাহ্যিক পরিবর্তন নয়; এটি গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। আমাদের লক্ষ্য হলো সবার জন্য নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা এবং মানুষের জীবনকে আরও সহজ করা।
বাংলালিংকের নতুন ব্র্যান্ড পরিচয় এখন থেকে প্রতিষ্ঠানটির সব গ্রাহকসেবা কেন্দ্র, রিটেইল আউটলেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রচারণায় ব্যবহার করা হবে।
সোশ্যাল মিডিয়ায় আলোচনা নতুন লোগো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা লোগোর নকশা নিয়ে বিভিন্ন মতামত জানাচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুন থেকে ওপারেটরটির সিইও পদটি খালি রয়েছে। পূর্ববর্তী সিইও আহমেদ আবু দোমা ওরাসকম টেলিকম হোল্ডিংয়ে যোগ দেওয়ার পর এখনো নতুন সিইও নিয়োগ দেওয়া হয়নি।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!