
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এবার জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জার্মানিভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ–এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে নেওয়ার দায়িত্ব পালন করবে।
উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রা শুরুর কথা রয়েছে।
এর আগে কাতার সরকারের পাঠানো এয়ারবাস ৩১৯–এ করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এবার জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জার্মানিভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ–এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে নেওয়ার দায়িত্ব পালন করবে।
উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রা শুরুর কথা রয়েছে।
এর আগে কাতার সরকারের পাঠানো এয়ারবাস ৩১৯–এ করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এবার জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জার্মানিভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ–এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে নেওয়ার দায়িত্ব পালন করবে।
উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রা শুরুর কথা রয়েছে।
এর আগে কাতার সরকারের পাঠানো এয়ারবাস ৩১৯–এ করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এবার জার্মানি থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জার্মানিভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ–এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে নেওয়ার দায়িত্ব পালন করবে।
উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রা শুরুর কথা রয়েছে।
এর আগে কাতার সরকারের পাঠানো এয়ারবাস ৩১৯–এ করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!