
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আরও ৩৭৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আরও ৩৭৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আরও ৩৭৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী রয়েছেন। পাশাপাশি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আরও ৩৭৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বহির্গমন পথের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ৭৬৯টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!