আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান জিএম কাদের এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির মোট ১৯৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬ জন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আরও ২ থেকে ৩ জন প্রার্থী বৈধ তালিকায় যুক্ত হতে পারেন।’
সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ‘মামলার নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। সাধারণ জনগণের ওপর নির্যাতন চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান জিএম কাদের এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির মোট ১৯৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬ জন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আরও ২ থেকে ৩ জন প্রার্থী বৈধ তালিকায় যুক্ত হতে পারেন।’
সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ‘মামলার নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। সাধারণ জনগণের ওপর নির্যাতন চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান জিএম কাদের এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির মোট ১৯৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬ জন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আরও ২ থেকে ৩ জন প্রার্থী বৈধ তালিকায় যুক্ত হতে পারেন।’
সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ‘মামলার নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। সাধারণ জনগণের ওপর নির্যাতন চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান জিএম কাদের এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির মোট ১৯৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬ জন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আরও ২ থেকে ৩ জন প্রার্থী বৈধ তালিকায় যুক্ত হতে পারেন।’
সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ‘মামলার নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। সাধারণ জনগণের ওপর নির্যাতন চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!