ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি : এএফপি
গত ১১ বছরে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে এককভাবে ভারত-বাংলাদেশ সীমান্তেই আটক হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন, যা মোট আটককৃতের সর্বোচ্চ অংশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। খবর জানিয়েছে এনডিটিভি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার সীমান্ত, যেখান থেকে ১ হাজার ১৬৫ জন আটক হয়েছেন। এ ছাড়া পাকিস্তান সীমান্ত থেকে ৫৫৬ জন এবং নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩৪ জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম ১১ মাসেই মোট ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৫৬ জনই আটক হয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১১ বছরে ভারতের উত্তরাঞ্চলের চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়নি, বলে জানিয়েছে দেশটির সরকার।
তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরে ভারত সরকার আরও জানায়, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি : এএফপি
গত ১১ বছরে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে এককভাবে ভারত-বাংলাদেশ সীমান্তেই আটক হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন, যা মোট আটককৃতের সর্বোচ্চ অংশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। খবর জানিয়েছে এনডিটিভি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার সীমান্ত, যেখান থেকে ১ হাজার ১৬৫ জন আটক হয়েছেন। এ ছাড়া পাকিস্তান সীমান্ত থেকে ৫৫৬ জন এবং নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩৪ জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম ১১ মাসেই মোট ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৫৬ জনই আটক হয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১১ বছরে ভারতের উত্তরাঞ্চলের চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়নি, বলে জানিয়েছে দেশটির সরকার।
তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরে ভারত সরকার আরও জানায়, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি : এএফপি
গত ১১ বছরে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে এককভাবে ভারত-বাংলাদেশ সীমান্তেই আটক হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন, যা মোট আটককৃতের সর্বোচ্চ অংশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। খবর জানিয়েছে এনডিটিভি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার সীমান্ত, যেখান থেকে ১ হাজার ১৬৫ জন আটক হয়েছেন। এ ছাড়া পাকিস্তান সীমান্ত থেকে ৫৫৬ জন এবং নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩৪ জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম ১১ মাসেই মোট ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৫৬ জনই আটক হয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১১ বছরে ভারতের উত্তরাঞ্চলের চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়নি, বলে জানিয়েছে দেশটির সরকার।
তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরে ভারত সরকার আরও জানায়, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি : এএফপি
গত ১১ বছরে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে এককভাবে ভারত-বাংলাদেশ সীমান্তেই আটক হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন, যা মোট আটককৃতের সর্বোচ্চ অংশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। খবর জানিয়েছে এনডিটিভি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার সীমান্ত, যেখান থেকে ১ হাজার ১৬৫ জন আটক হয়েছেন। এ ছাড়া পাকিস্তান সীমান্ত থেকে ৫৫৬ জন এবং নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩৪ জনকে আটক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম ১১ মাসেই মোট ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। এর মধ্যে ২ হাজার ৫৫৬ জনই আটক হয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১১ বছরে ভারতের উত্তরাঞ্চলের চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়নি, বলে জানিয়েছে দেশটির সরকার।
তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরে ভারত সরকার আরও জানায়, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!