
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা (ভ্যান) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। কে নির্বাচন করবে আর কে করবে না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই।
তিনি আরও বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি ঠিক কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা তিনিই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। এমন পরিবেশে কেউ যদি নিরাপত্তাহীনতার কথা বলেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়। কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওসমান হাদি আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
অনুষ্ঠানে বিকেএমইএর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি ভ্যান হস্তান্তরকে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন যানবাহন পুলিশের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন সহায়তা আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা (ভ্যান) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। কে নির্বাচন করবে আর কে করবে না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই।
তিনি আরও বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি ঠিক কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা তিনিই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। এমন পরিবেশে কেউ যদি নিরাপত্তাহীনতার কথা বলেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়। কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওসমান হাদি আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
অনুষ্ঠানে বিকেএমইএর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি ভ্যান হস্তান্তরকে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন যানবাহন পুলিশের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন সহায়তা আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা (ভ্যান) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। কে নির্বাচন করবে আর কে করবে না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই।
তিনি আরও বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি ঠিক কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা তিনিই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। এমন পরিবেশে কেউ যদি নিরাপত্তাহীনতার কথা বলেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়। কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওসমান হাদি আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
অনুষ্ঠানে বিকেএমইএর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি ভ্যান হস্তান্তরকে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন যানবাহন পুলিশের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন সহায়তা আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা (ভ্যান) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। কে নির্বাচন করবে আর কে করবে না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই।
তিনি আরও বলেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি ঠিক কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা তিনিই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত আছেন। এমন পরিবেশে কেউ যদি নিরাপত্তাহীনতার কথা বলেন, সেটি তার ব্যক্তিগত অনুভূতির বিষয়। কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ওসমান হাদি আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
অনুষ্ঠানে বিকেএমইএর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি ভ্যান হস্তান্তরকে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন যানবাহন পুলিশের দায়িত্ব পালনে কার্যকর সহায়তা করবে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে পুলিশের জন্য যানবাহন সহায়তা আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!