
ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় রেসলার জন সিনা আনুষ্ঠানিকভাবে রিংকে বিদায় জানিয়েছেন। এক বছরব্যাপী বিদায়ী সফরের শেষ পর্বে ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা।
ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রায় ১৯ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি ‘রিং জেনারেল’ খ্যাত গুন্থারের কাছে পরাজিত হন। ম্যাচের শেষ দিকে স্লিপার হোল্ডে আটকা পড়ে ট্যাপ আউট করেন সিনা-যা তার দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে মাত্র চতুর্থবার। সর্বশেষ ২০০৪ সালে কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে ট্যাপ আউট করেছিলেন তিনি।
ম্যাচজুড়ে সিনা তার পরিচিত সিগনেচার মুভ ‘ফাইভ নাকল শাফল’ ও ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ প্রয়োগের চেষ্টা করলেও গুন্থারের আধিপত্য ভাঙতে পারেননি। শেষ মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে ট্যাপ আউট করেন তিনি, যা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
ম্যাচ শেষে ডব্লিউডব্লিউই লকার রুমের প্রায় সব রেসলার রিংয়ে এসে সিনাকে শেষবারের মতো বিদায় জানান। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক ও আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস তাকে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট পরিয়ে দেন-প্রতীকী সম্মান হিসেবে।
তবে বিদায় মুহূর্তে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। ডব্লিউডব্লিউই-এর চিফ কনটেন্ট অফিসার পল ‘ট্রিপল এইচ’ লেভেস্কে মঞ্চে এলে একাংশ দর্শক ক্ষোভ প্রকাশ করেন।
এরপর বড় পর্দায় দেখানো হয় জন সিনার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও মন্টাজ। বিদায়ের প্রতীক হিসেবে সিনা নিজের জুতো ও কবজির ব্যান্ড রিংয়ের মাঝখানে রেখে দর্শকদের অভিবাদন গ্রহণ করতে করতে র্যাম্পের দিকে হাঁটেন। ক্যামেরার দিকে তাকিয়ে শেষবারের মতো বলেন, ‘এত বছর আপনাদের সেবা করতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ।’
এর মধ্য দিয়ে ডব্লিউডব্লিউই রিংয়ে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি টানলেন জন সিনা।

ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় রেসলার জন সিনা আনুষ্ঠানিকভাবে রিংকে বিদায় জানিয়েছেন। এক বছরব্যাপী বিদায়ী সফরের শেষ পর্বে ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা।
ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রায় ১৯ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি ‘রিং জেনারেল’ খ্যাত গুন্থারের কাছে পরাজিত হন। ম্যাচের শেষ দিকে স্লিপার হোল্ডে আটকা পড়ে ট্যাপ আউট করেন সিনা-যা তার দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে মাত্র চতুর্থবার। সর্বশেষ ২০০৪ সালে কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে ট্যাপ আউট করেছিলেন তিনি।
ম্যাচজুড়ে সিনা তার পরিচিত সিগনেচার মুভ ‘ফাইভ নাকল শাফল’ ও ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ প্রয়োগের চেষ্টা করলেও গুন্থারের আধিপত্য ভাঙতে পারেননি। শেষ মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে ট্যাপ আউট করেন তিনি, যা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
ম্যাচ শেষে ডব্লিউডব্লিউই লকার রুমের প্রায় সব রেসলার রিংয়ে এসে সিনাকে শেষবারের মতো বিদায় জানান। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক ও আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস তাকে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট পরিয়ে দেন-প্রতীকী সম্মান হিসেবে।
তবে বিদায় মুহূর্তে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। ডব্লিউডব্লিউই-এর চিফ কনটেন্ট অফিসার পল ‘ট্রিপল এইচ’ লেভেস্কে মঞ্চে এলে একাংশ দর্শক ক্ষোভ প্রকাশ করেন।
এরপর বড় পর্দায় দেখানো হয় জন সিনার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও মন্টাজ। বিদায়ের প্রতীক হিসেবে সিনা নিজের জুতো ও কবজির ব্যান্ড রিংয়ের মাঝখানে রেখে দর্শকদের অভিবাদন গ্রহণ করতে করতে র্যাম্পের দিকে হাঁটেন। ক্যামেরার দিকে তাকিয়ে শেষবারের মতো বলেন, ‘এত বছর আপনাদের সেবা করতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ।’
এর মধ্য দিয়ে ডব্লিউডব্লিউই রিংয়ে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি টানলেন জন সিনা।

ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় রেসলার জন সিনা আনুষ্ঠানিকভাবে রিংকে বিদায় জানিয়েছেন। এক বছরব্যাপী বিদায়ী সফরের শেষ পর্বে ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা।
ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রায় ১৯ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি ‘রিং জেনারেল’ খ্যাত গুন্থারের কাছে পরাজিত হন। ম্যাচের শেষ দিকে স্লিপার হোল্ডে আটকা পড়ে ট্যাপ আউট করেন সিনা-যা তার দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে মাত্র চতুর্থবার। সর্বশেষ ২০০৪ সালে কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে ট্যাপ আউট করেছিলেন তিনি।
ম্যাচজুড়ে সিনা তার পরিচিত সিগনেচার মুভ ‘ফাইভ নাকল শাফল’ ও ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ প্রয়োগের চেষ্টা করলেও গুন্থারের আধিপত্য ভাঙতে পারেননি। শেষ মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে ট্যাপ আউট করেন তিনি, যা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
ম্যাচ শেষে ডব্লিউডব্লিউই লকার রুমের প্রায় সব রেসলার রিংয়ে এসে সিনাকে শেষবারের মতো বিদায় জানান। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক ও আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস তাকে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট পরিয়ে দেন-প্রতীকী সম্মান হিসেবে।
তবে বিদায় মুহূর্তে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। ডব্লিউডব্লিউই-এর চিফ কনটেন্ট অফিসার পল ‘ট্রিপল এইচ’ লেভেস্কে মঞ্চে এলে একাংশ দর্শক ক্ষোভ প্রকাশ করেন।
এরপর বড় পর্দায় দেখানো হয় জন সিনার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও মন্টাজ। বিদায়ের প্রতীক হিসেবে সিনা নিজের জুতো ও কবজির ব্যান্ড রিংয়ের মাঝখানে রেখে দর্শকদের অভিবাদন গ্রহণ করতে করতে র্যাম্পের দিকে হাঁটেন। ক্যামেরার দিকে তাকিয়ে শেষবারের মতো বলেন, ‘এত বছর আপনাদের সেবা করতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ।’
এর মধ্য দিয়ে ডব্লিউডব্লিউই রিংয়ে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি টানলেন জন সিনা।

ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় রেসলার জন সিনা আনুষ্ঠানিকভাবে রিংকে বিদায় জানিয়েছেন। এক বছরব্যাপী বিদায়ী সফরের শেষ পর্বে ‘স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট’-এ নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা।
ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রায় ১৯ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি ‘রিং জেনারেল’ খ্যাত গুন্থারের কাছে পরাজিত হন। ম্যাচের শেষ দিকে স্লিপার হোল্ডে আটকা পড়ে ট্যাপ আউট করেন সিনা-যা তার দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে মাত্র চতুর্থবার। সর্বশেষ ২০০৪ সালে কার্ট অ্যাঙ্গেলের বিপক্ষে ট্যাপ আউট করেছিলেন তিনি।
ম্যাচজুড়ে সিনা তার পরিচিত সিগনেচার মুভ ‘ফাইভ নাকল শাফল’ ও ‘অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট’ প্রয়োগের চেষ্টা করলেও গুন্থারের আধিপত্য ভাঙতে পারেননি। শেষ মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে ট্যাপ আউট করেন তিনি, যা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
ম্যাচ শেষে ডব্লিউডব্লিউই লকার রুমের প্রায় সব রেসলার রিংয়ে এসে সিনাকে শেষবারের মতো বিদায় জানান। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক ও আনডিসপিউটেড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস তাকে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট পরিয়ে দেন-প্রতীকী সম্মান হিসেবে।
তবে বিদায় মুহূর্তে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। ডব্লিউডব্লিউই-এর চিফ কনটেন্ট অফিসার পল ‘ট্রিপল এইচ’ লেভেস্কে মঞ্চে এলে একাংশ দর্শক ক্ষোভ প্রকাশ করেন।
এরপর বড় পর্দায় দেখানো হয় জন সিনার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও মন্টাজ। বিদায়ের প্রতীক হিসেবে সিনা নিজের জুতো ও কবজির ব্যান্ড রিংয়ের মাঝখানে রেখে দর্শকদের অভিবাদন গ্রহণ করতে করতে র্যাম্পের দিকে হাঁটেন। ক্যামেরার দিকে তাকিয়ে শেষবারের মতো বলেন, ‘এত বছর আপনাদের সেবা করতে পেরে আমি গর্বিত। ধন্যবাদ।’
এর মধ্য দিয়ে ডব্লিউডব্লিউই রিংয়ে এক যুগান্তকারী অধ্যায়ের ইতি টানলেন জন সিনা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!