
চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে আটালান্টার মাঠে হেরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে চেলসি।
অ্যালিয়েঞ্জ এরেনায় খেলতে নেমে প্রথমে বিপদে পড়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫৪ মিনিটে জসুয়া কিমিচের আত্মঘাতী গোলে ১-০ তে পিছিয়ে পড়ে তারা। তবে এরপর মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় বাভারিয়ানরা। ৬৫ মিনিটে সার্জে জিনাব্রি, ৬৯ মিনিটে লেনার্ট কারি এবং ৭৭ মিনিটে জোনাথান তাহ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে স্পোর্টিং লিসবন।
আইনডোভেনের মাঠে জম জমাট ম্যাচে স্বাগতিক পিএসভিকে ৩-২ গোলে হারায় অ্যাতলেতিকো। ১০ মিনিটে গুস টিল গোল করে এগিয়ে নেন পিএসভি। ৩৭ মিনিটে জুলিয়ান আলভারেজ অ্যাতলেতিকোকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ৫২ ও ৫৬ মিনিটে ডেভিড হেঙ্কো ও আলেকজান্ডার সোরলোথ গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অতিথিরা।
৮৫ মিনিটে রিচার্ড পেপির গোল আবার ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে অ্যাতলেতিকো, আর ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে পিএসভি।
আটালান্টার মাঠে হেরে পিছিয়ে চেলসি চেলসি শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ম্যাচটা হারিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টার কাছে। ২৫ মিনিটে হোয়াও পেদ্রোর গোল এগিয়ে দেয় নীলদের। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে জিয়ালুকা স্মাকাকা এবং ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলার গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আটালান্টা।
এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আটালান্টা। চেলসি ১০ পয়েন্ট নিয়ে নেমেছে ১১তম স্থানে।

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে আটালান্টার মাঠে হেরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে চেলসি।
অ্যালিয়েঞ্জ এরেনায় খেলতে নেমে প্রথমে বিপদে পড়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫৪ মিনিটে জসুয়া কিমিচের আত্মঘাতী গোলে ১-০ তে পিছিয়ে পড়ে তারা। তবে এরপর মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় বাভারিয়ানরা। ৬৫ মিনিটে সার্জে জিনাব্রি, ৬৯ মিনিটে লেনার্ট কারি এবং ৭৭ মিনিটে জোনাথান তাহ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে স্পোর্টিং লিসবন।
আইনডোভেনের মাঠে জম জমাট ম্যাচে স্বাগতিক পিএসভিকে ৩-২ গোলে হারায় অ্যাতলেতিকো। ১০ মিনিটে গুস টিল গোল করে এগিয়ে নেন পিএসভি। ৩৭ মিনিটে জুলিয়ান আলভারেজ অ্যাতলেতিকোকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ৫২ ও ৫৬ মিনিটে ডেভিড হেঙ্কো ও আলেকজান্ডার সোরলোথ গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অতিথিরা।
৮৫ মিনিটে রিচার্ড পেপির গোল আবার ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে অ্যাতলেতিকো, আর ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে পিএসভি।
আটালান্টার মাঠে হেরে পিছিয়ে চেলসি চেলসি শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ম্যাচটা হারিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টার কাছে। ২৫ মিনিটে হোয়াও পেদ্রোর গোল এগিয়ে দেয় নীলদের। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে জিয়ালুকা স্মাকাকা এবং ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলার গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আটালান্টা।
এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আটালান্টা। চেলসি ১০ পয়েন্ট নিয়ে নেমেছে ১১তম স্থানে।

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে আটালান্টার মাঠে হেরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে চেলসি।
অ্যালিয়েঞ্জ এরেনায় খেলতে নেমে প্রথমে বিপদে পড়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫৪ মিনিটে জসুয়া কিমিচের আত্মঘাতী গোলে ১-০ তে পিছিয়ে পড়ে তারা। তবে এরপর মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় বাভারিয়ানরা। ৬৫ মিনিটে সার্জে জিনাব্রি, ৬৯ মিনিটে লেনার্ট কারি এবং ৭৭ মিনিটে জোনাথান তাহ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে স্পোর্টিং লিসবন।
আইনডোভেনের মাঠে জম জমাট ম্যাচে স্বাগতিক পিএসভিকে ৩-২ গোলে হারায় অ্যাতলেতিকো। ১০ মিনিটে গুস টিল গোল করে এগিয়ে নেন পিএসভি। ৩৭ মিনিটে জুলিয়ান আলভারেজ অ্যাতলেতিকোকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ৫২ ও ৫৬ মিনিটে ডেভিড হেঙ্কো ও আলেকজান্ডার সোরলোথ গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অতিথিরা।
৮৫ মিনিটে রিচার্ড পেপির গোল আবার ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে অ্যাতলেতিকো, আর ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে পিএসভি।
আটালান্টার মাঠে হেরে পিছিয়ে চেলসি চেলসি শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ম্যাচটা হারিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টার কাছে। ২৫ মিনিটে হোয়াও পেদ্রোর গোল এগিয়ে দেয় নীলদের। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে জিয়ালুকা স্মাকাকা এবং ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলার গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আটালান্টা।
এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আটালান্টা। চেলসি ১০ পয়েন্ট নিয়ে নেমেছে ১১তম স্থানে।

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে আটালান্টার মাঠে হেরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে চেলসি।
অ্যালিয়েঞ্জ এরেনায় খেলতে নেমে প্রথমে বিপদে পড়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৫৪ মিনিটে জসুয়া কিমিচের আত্মঘাতী গোলে ১-০ তে পিছিয়ে পড়ে তারা। তবে এরপর মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় বাভারিয়ানরা। ৬৫ মিনিটে সার্জে জিনাব্রি, ৬৯ মিনিটে লেনার্ট কারি এবং ৭৭ মিনিটে জোনাথান তাহ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে বায়ার্ন। ১০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে স্পোর্টিং লিসবন।
আইনডোভেনের মাঠে জম জমাট ম্যাচে স্বাগতিক পিএসভিকে ৩-২ গোলে হারায় অ্যাতলেতিকো। ১০ মিনিটে গুস টিল গোল করে এগিয়ে নেন পিএসভি। ৩৭ মিনিটে জুলিয়ান আলভারেজ অ্যাতলেতিকোকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ৫২ ও ৫৬ মিনিটে ডেভিড হেঙ্কো ও আলেকজান্ডার সোরলোথ গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন অতিথিরা।
৮৫ মিনিটে রিচার্ড পেপির গোল আবার ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৭ নম্বরে অ্যাতলেতিকো, আর ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে পিএসভি।
আটালান্টার মাঠে হেরে পিছিয়ে চেলসি চেলসি শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ম্যাচটা হারিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টার কাছে। ২৫ মিনিটে হোয়াও পেদ্রোর গোল এগিয়ে দেয় নীলদের। তবে দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে জিয়ালুকা স্মাকাকা এবং ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলার গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আটালান্টা।
এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে আটালান্টা। চেলসি ১০ পয়েন্ট নিয়ে নেমেছে ১১তম স্থানে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!