• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

মাংসের দোকানে উড়ে এসে পড়ল শকুনটি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
মাংসের দোকানে উড়ে এসে পড়ল শকুনটি

ডেস্ক রিপোর্ট: মাদারীপুর জেলা শহরের পুরানবাজার থেকে সোমবার বিকেলে একটি দেশি প্রজাতির শকুন আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে শকুনটিকে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে খুলনার বন্য প্রাণী রেসকিউ কেন্দ্রে শকুনটিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত বন কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পুরানবাজার মাংস বাজারে সোমবার বিকেলে একটি দেশি প্রজাতির শকুন উড়ে এসে পড়ে।

স্থানীয় লোকজন শকুনটিকে ধরে মুরগির খাঁচায় আটকে রেখে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে শকুনটিকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার বলেন, শহরের পুরানবাজারের মাংস বাজার থেকে বিকেলে একটি দেশি প্রজাতির শকুন আটক করে স্থানীয়রা। পরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসি।

শকুনটির বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ও খুলনা বন বিভাগকে জানানো হয়। খুলনা থেকে একটি টিম মাদারীপুর আসলে মঙ্গলবার সকালে আমরা শকুনটিকে খুলনা বন বিভাগের লোকদের কাছে হস্তান্তর করেছি।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর