• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

চেহারার ক্লান্তি দূর করতে গোসলের পানিতে যে জিনিসগুলো মেশাবেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
চেহারার ক্লান্তি দূর করতে গোসলের পানিতে যে জিনিসগুলো মেশাবেন

শীতকালে অধিকাংশ মানুষই গোসল থেকে একটু দূরে থাকতে চায়। কিন্তু প্রতিদিন নিয়ম করে গোসল করলে শুধু শরীরই চাঙ্গা হয় না ব্রেনও তরতাজা থাকে। তবে রোজ গোসল করলেই যে আপনার ত্বকের সমস্যা হবে না, এমন কোনও গ্যারান্টি নেই। তবে গোসলের পানিতে কয়েকটা জিনিস ফেলে রাখলে ত্বকের পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন।

নিম পাতা: 

শরীরে ক্লান্তি দূর করতে ও ত্বকের সমস্যা দূর করতে নিম পাতার জুড়ি মেলা ভার। আট থেকে দশটা নিম পাতা পানি দিয়ে গরম করে নিন। তারপর সেই পানি গোসলের পানির সঙ্গে মিশিয়ে নিন। আপনি সতেজ অনুভব করবেন।

ফিটকিরি ও সৈন্ধব লবন:

গোসলের পানিতে এক চামচ ফিটকিরি ও সৈন্ধব লবন মিশিয়ে নিন। এতে রক্ত চলাচল ভালো হবে। এছাড়া শরীরের ক্লান্তিও দূর হবে। পেশীতে ব্যাথা হলে এই পানিতে উপকার মিলবে।

গোলাপ জল:

ত্বকের জন্য গোলাপ জল কতটা উপকার তা আমাদের সবারই জানা। আমাদের মধ্যে অনেকেরই ঘামের দুর্গন্ধ হয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে গোলাপ জল। গোসলের পানির সঙ্গে কিছুটা গোলাপ জল মিশিয়ে নিতে পারেন।

গ্রিন টি:

গোসলের কিছুক্ষণ আছে গ্রিন টি ব্যাগ ফেলে রাখুন। গ্রিন টির অ্যান্টি অক্সিডেন্ট স্কিনের জন্য অনেক উপকারী।

বেকিং সোডা:

শরীর থেকে টক্সিন বের করতে বেকিং সোডার ব্যবহার করতে পারেন। গোসলের পানিতে চার চামচ বেকিং সোডা ফেলে দিন। এই পানিতে গোসলে শরীর থেকে ক্লান্তি দূর হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর