ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভূগোল থেকে মুছে ফেলার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে সৈন্যদের উদ্দেশে বক্তব্য রাখেন দ্বিবেদী। এ সময় তিনি বলেন, “অপারেশন সিঁদুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম। এবার আর তা হবে না। এবার এমন পদক্ষেপ নেব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তারা ভূগোলে টিকে থাকতে চায় কি না।”
তিনি আরও জানান, পাকিস্তান যদি সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করে তবে ভারত এবার কোনো ছাড় দেবে না। সেনাদের উদ্দেশে তিনি ইঙ্গিত দেন, খুব শিগগিরই বড় ধরনের অভিযানের সুযোগ মিলতে পারে।
এর আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং দাবি করেছিলেন, গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ৪ থেকে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। সেনাপ্রধানের এই হুঁশিয়ারি তারই পরবর্তী ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। মে মাসে পরিস্থিতি যুদ্ধে রূপ নিলেও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে দুই দেশ ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভূগোল থেকে মুছে ফেলার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে সৈন্যদের উদ্দেশে বক্তব্য রাখেন দ্বিবেদী। এ সময় তিনি বলেন, “অপারেশন সিঁদুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম। এবার আর তা হবে না। এবার এমন পদক্ষেপ নেব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তারা ভূগোলে টিকে থাকতে চায় কি না।”
তিনি আরও জানান, পাকিস্তান যদি সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করে তবে ভারত এবার কোনো ছাড় দেবে না। সেনাদের উদ্দেশে তিনি ইঙ্গিত দেন, খুব শিগগিরই বড় ধরনের অভিযানের সুযোগ মিলতে পারে।
এর আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং দাবি করেছিলেন, গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ৪ থেকে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। সেনাপ্রধানের এই হুঁশিয়ারি তারই পরবর্তী ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। মে মাসে পরিস্থিতি যুদ্ধে রূপ নিলেও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে দুই দেশ ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভূগোল থেকে মুছে ফেলার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে সৈন্যদের উদ্দেশে বক্তব্য রাখেন দ্বিবেদী। এ সময় তিনি বলেন, “অপারেশন সিঁদুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম। এবার আর তা হবে না। এবার এমন পদক্ষেপ নেব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তারা ভূগোলে টিকে থাকতে চায় কি না।”
তিনি আরও জানান, পাকিস্তান যদি সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করে তবে ভারত এবার কোনো ছাড় দেবে না। সেনাদের উদ্দেশে তিনি ইঙ্গিত দেন, খুব শিগগিরই বড় ধরনের অভিযানের সুযোগ মিলতে পারে।
এর আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং দাবি করেছিলেন, গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ৪ থেকে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। সেনাপ্রধানের এই হুঁশিয়ারি তারই পরবর্তী ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। মে মাসে পরিস্থিতি যুদ্ধে রূপ নিলেও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে দুই দেশ ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভূগোল থেকে মুছে ফেলার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে সৈন্যদের উদ্দেশে বক্তব্য রাখেন দ্বিবেদী। এ সময় তিনি বলেন, “অপারেশন সিঁদুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম। এবার আর তা হবে না। এবার এমন পদক্ষেপ নেব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তারা ভূগোলে টিকে থাকতে চায় কি না।”
তিনি আরও জানান, পাকিস্তান যদি সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করে তবে ভারত এবার কোনো ছাড় দেবে না। সেনাদের উদ্দেশে তিনি ইঙ্গিত দেন, খুব শিগগিরই বড় ধরনের অভিযানের সুযোগ মিলতে পারে।
এর আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং দাবি করেছিলেন, গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ৪ থেকে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। সেনাপ্রধানের এই হুঁশিয়ারি তারই পরবর্তী ধাপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। মে মাসে পরিস্থিতি যুদ্ধে রূপ নিলেও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে দুই দেশ ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!