গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ার মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।
বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ভূমধ্যসাগরে নৌবহরের অন্তত ১৩টি জাহাজে অভিযান চালায় ইসরায়েলি নৌসেনারা। এ সময় নৌযান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে মানবাধিকার কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরায়েল জানিয়েছে, তাদের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে এসব আটককৃতকে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত দুই শতাধিক স্বেচ্ছাসেবককে “অপহরণ” করা হয়েছে। তারা অভিযোগ করে, নৌবহরটি আন্তর্জাতিক জলসীমায় বৈধভাবেই চলাচল করছিল।
এ ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ও ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
ইতালিতে এ ঘটনার প্রতিবাদে রাজধানী রোমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। জার্মানি, গ্রিস ও তুরস্কেও একইভাবে বিক্ষোভ হয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে অংশ নিয়েছে ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যেগুলোতে প্রায় ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ার মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।
বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ভূমধ্যসাগরে নৌবহরের অন্তত ১৩টি জাহাজে অভিযান চালায় ইসরায়েলি নৌসেনারা। এ সময় নৌযান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে মানবাধিকার কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরায়েল জানিয়েছে, তাদের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে এসব আটককৃতকে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত দুই শতাধিক স্বেচ্ছাসেবককে “অপহরণ” করা হয়েছে। তারা অভিযোগ করে, নৌবহরটি আন্তর্জাতিক জলসীমায় বৈধভাবেই চলাচল করছিল।
এ ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ও ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
ইতালিতে এ ঘটনার প্রতিবাদে রাজধানী রোমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। জার্মানি, গ্রিস ও তুরস্কেও একইভাবে বিক্ষোভ হয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে অংশ নিয়েছে ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যেগুলোতে প্রায় ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ার মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।
বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ভূমধ্যসাগরে নৌবহরের অন্তত ১৩টি জাহাজে অভিযান চালায় ইসরায়েলি নৌসেনারা। এ সময় নৌযান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে মানবাধিকার কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরায়েল জানিয়েছে, তাদের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে এসব আটককৃতকে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত দুই শতাধিক স্বেচ্ছাসেবককে “অপহরণ” করা হয়েছে। তারা অভিযোগ করে, নৌবহরটি আন্তর্জাতিক জলসীমায় বৈধভাবেই চলাচল করছিল।
এ ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ও ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
ইতালিতে এ ঘটনার প্রতিবাদে রাজধানী রোমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। জার্মানি, গ্রিস ও তুরস্কেও একইভাবে বিক্ষোভ হয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে অংশ নিয়েছে ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যেগুলোতে প্রায় ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ার মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।
বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ভূমধ্যসাগরে নৌবহরের অন্তত ১৩টি জাহাজে অভিযান চালায় ইসরায়েলি নৌসেনারা। এ সময় নৌযান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে মানবাধিকার কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরায়েল জানিয়েছে, তাদের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে এসব আটককৃতকে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত দুই শতাধিক স্বেচ্ছাসেবককে “অপহরণ” করা হয়েছে। তারা অভিযোগ করে, নৌবহরটি আন্তর্জাতিক জলসীমায় বৈধভাবেই চলাচল করছিল।
এ ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ও ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।
ইতালিতে এ ঘটনার প্রতিবাদে রাজধানী রোমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। জার্মানি, গ্রিস ও তুরস্কেও একইভাবে বিক্ষোভ হয়েছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে অংশ নিয়েছে ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যেগুলোতে প্রায় ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!