ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে অন্তত ছয়টি নৌযানে প্রবেশ করে তারা। এ সময় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকে আটক করা হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলার কয়েকটি নৌযানকে “হামাস-সংশ্লিষ্ট” দাবি করে আটক করা হয়েছে। তবে তেল আবিব এখনো এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি।
অন্যদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, তারা আন্তর্জাতিক জলসীমায় আইনসঙ্গতভাবে চলাচল করছিল। ইসরায়েলি হস্তক্ষেপকে তারা ‘অপহরণ’ আখ্যা দিয়ে বলেছে, ‘আমরা কোনো আইন ভাঙিনি। বরং অবৈধ হলো ইসরায়েলের গাজা অবরোধ ও জাতিগত নিধন।’
৫০০ জনের বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারী
এই ত্রাণবহরে ৪০টিরও বেশি নৌযান ও অন্তত ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী রয়েছেন। তাঁদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকও আছেন। স্পেন থেকে যাত্রা শুরু করা ফ্লোটিলায় পরবর্তীতে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও নৌযান যুক্ত হয়।
এর আগেও গত জুন ও জুলাইয়ে গাজাগামী দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছিল ইসরায়েল। এর একটিতেও গ্রেটা থুনবার্গ ছিলেন। তখনও আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।
গাজায় মানবিক বিপর্যয়
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় অবরোধ ও হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটিতে চলছে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে অন্তত ছয়টি নৌযানে প্রবেশ করে তারা। এ সময় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকে আটক করা হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলার কয়েকটি নৌযানকে “হামাস-সংশ্লিষ্ট” দাবি করে আটক করা হয়েছে। তবে তেল আবিব এখনো এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি।
অন্যদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, তারা আন্তর্জাতিক জলসীমায় আইনসঙ্গতভাবে চলাচল করছিল। ইসরায়েলি হস্তক্ষেপকে তারা ‘অপহরণ’ আখ্যা দিয়ে বলেছে, ‘আমরা কোনো আইন ভাঙিনি। বরং অবৈধ হলো ইসরায়েলের গাজা অবরোধ ও জাতিগত নিধন।’
৫০০ জনের বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারী
এই ত্রাণবহরে ৪০টিরও বেশি নৌযান ও অন্তত ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী রয়েছেন। তাঁদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকও আছেন। স্পেন থেকে যাত্রা শুরু করা ফ্লোটিলায় পরবর্তীতে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও নৌযান যুক্ত হয়।
এর আগেও গত জুন ও জুলাইয়ে গাজাগামী দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছিল ইসরায়েল। এর একটিতেও গ্রেটা থুনবার্গ ছিলেন। তখনও আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।
গাজায় মানবিক বিপর্যয়
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় অবরোধ ও হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটিতে চলছে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে অন্তত ছয়টি নৌযানে প্রবেশ করে তারা। এ সময় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকে আটক করা হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলার কয়েকটি নৌযানকে “হামাস-সংশ্লিষ্ট” দাবি করে আটক করা হয়েছে। তবে তেল আবিব এখনো এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি।
অন্যদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, তারা আন্তর্জাতিক জলসীমায় আইনসঙ্গতভাবে চলাচল করছিল। ইসরায়েলি হস্তক্ষেপকে তারা ‘অপহরণ’ আখ্যা দিয়ে বলেছে, ‘আমরা কোনো আইন ভাঙিনি। বরং অবৈধ হলো ইসরায়েলের গাজা অবরোধ ও জাতিগত নিধন।’
৫০০ জনের বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারী
এই ত্রাণবহরে ৪০টিরও বেশি নৌযান ও অন্তত ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী রয়েছেন। তাঁদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকও আছেন। স্পেন থেকে যাত্রা শুরু করা ফ্লোটিলায় পরবর্তীতে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও নৌযান যুক্ত হয়।
এর আগেও গত জুন ও জুলাইয়ে গাজাগামী দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছিল ইসরায়েল। এর একটিতেও গ্রেটা থুনবার্গ ছিলেন। তখনও আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।
গাজায় মানবিক বিপর্যয়
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় অবরোধ ও হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটিতে চলছে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
ফিলিস্তিনের গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে অন্তত ছয়টি নৌযানে প্রবেশ করে তারা। এ সময় সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ একাধিক অধিকারকর্মীকে আটক করা হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফ্লোটিলার কয়েকটি নৌযানকে “হামাস-সংশ্লিষ্ট” দাবি করে আটক করা হয়েছে। তবে তেল আবিব এখনো এ বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি।
অন্যদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, তারা আন্তর্জাতিক জলসীমায় আইনসঙ্গতভাবে চলাচল করছিল। ইসরায়েলি হস্তক্ষেপকে তারা ‘অপহরণ’ আখ্যা দিয়ে বলেছে, ‘আমরা কোনো আইন ভাঙিনি। বরং অবৈধ হলো ইসরায়েলের গাজা অবরোধ ও জাতিগত নিধন।’
৫০০ জনের বেশি আন্তর্জাতিক অংশগ্রহণকারী
এই ত্রাণবহরে ৪০টিরও বেশি নৌযান ও অন্তত ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী রয়েছেন। তাঁদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আইনজীবী ও সাংবাদিকও আছেন। স্পেন থেকে যাত্রা শুরু করা ফ্লোটিলায় পরবর্তীতে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও নৌযান যুক্ত হয়।
এর আগেও গত জুন ও জুলাইয়ে গাজাগামী দুটি ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছিল ইসরায়েল। এর একটিতেও গ্রেটা থুনবার্গ ছিলেন। তখনও আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।
গাজায় মানবিক বিপর্যয়
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, গাজায় অবরোধ ও হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটিতে চলছে তীব্র খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!