
বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নতুন নোটটি প্রথম দিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ৫০০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন। ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নোটটিতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে জাতীয় ফুল শাপলার নকশা।
নোটটিতে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে ডান পাশে থাকা মূল্যমান ‘500’ উন্নত রং–পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা, যা নোট নাড়ালে সবুজ থেকে নীল হয়ে যায় এবং কোণাকুনি ‘৫০০’ দেখা যায়। বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতায় আলোতে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দৃষ্টিগোচর হবে। নাড়াচাড়া করলে এর লাল অংশ সবুজ হয়ে যায় এবং সোনালি বার রংধনুর মতো ওপর-নিচে চলে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটে ডানদিকে নিচে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। এছাড়া ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন অংশে স্পর্শ করলে উঁচু অনুভূতি পাওয়া যাবে। নোটের বিভিন্ন স্থানে রয়েছে ‘BANGLADESH BANK’ মাইক্রোপ্রিন্ট এবং UV আলোর নিচে দৃশ্যমান বিশেষ নকশা, সংখ্যা ও রঙিন ফাইবার। উভয় পাশে UV curing varnish থাকায় নোটটি কিছুটা চকচকে দেখাবে। আলোর বিপরীতে ধরলে see-through ইমেজ হিসেবে স্পষ্ট দেখা যাবে ‘500’।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত পুরোনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকদের জন্য নতুন ৫০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।
পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন, যা আজ খারিজ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নতুন নোটটি প্রথম দিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ৫০০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন। ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নোটটিতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে জাতীয় ফুল শাপলার নকশা।
নোটটিতে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে ডান পাশে থাকা মূল্যমান ‘500’ উন্নত রং–পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা, যা নোট নাড়ালে সবুজ থেকে নীল হয়ে যায় এবং কোণাকুনি ‘৫০০’ দেখা যায়। বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতায় আলোতে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দৃষ্টিগোচর হবে। নাড়াচাড়া করলে এর লাল অংশ সবুজ হয়ে যায় এবং সোনালি বার রংধনুর মতো ওপর-নিচে চলে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটে ডানদিকে নিচে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। এছাড়া ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন অংশে স্পর্শ করলে উঁচু অনুভূতি পাওয়া যাবে। নোটের বিভিন্ন স্থানে রয়েছে ‘BANGLADESH BANK’ মাইক্রোপ্রিন্ট এবং UV আলোর নিচে দৃশ্যমান বিশেষ নকশা, সংখ্যা ও রঙিন ফাইবার। উভয় পাশে UV curing varnish থাকায় নোটটি কিছুটা চকচকে দেখাবে। আলোর বিপরীতে ধরলে see-through ইমেজ হিসেবে স্পষ্ট দেখা যাবে ‘500’।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত পুরোনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকদের জন্য নতুন ৫০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।
পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন, যা আজ খারিজ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নতুন নোটটি প্রথম দিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ৫০০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন। ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নোটটিতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে জাতীয় ফুল শাপলার নকশা।
নোটটিতে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে ডান পাশে থাকা মূল্যমান ‘500’ উন্নত রং–পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা, যা নোট নাড়ালে সবুজ থেকে নীল হয়ে যায় এবং কোণাকুনি ‘৫০০’ দেখা যায়। বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতায় আলোতে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দৃষ্টিগোচর হবে। নাড়াচাড়া করলে এর লাল অংশ সবুজ হয়ে যায় এবং সোনালি বার রংধনুর মতো ওপর-নিচে চলে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটে ডানদিকে নিচে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। এছাড়া ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন অংশে স্পর্শ করলে উঁচু অনুভূতি পাওয়া যাবে। নোটের বিভিন্ন স্থানে রয়েছে ‘BANGLADESH BANK’ মাইক্রোপ্রিন্ট এবং UV আলোর নিচে দৃশ্যমান বিশেষ নকশা, সংখ্যা ও রঙিন ফাইবার। উভয় পাশে UV curing varnish থাকায় নোটটি কিছুটা চকচকে দেখাবে। আলোর বিপরীতে ধরলে see-through ইমেজ হিসেবে স্পষ্ট দেখা যাবে ‘500’।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত পুরোনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকদের জন্য নতুন ৫০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।
পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন, যা আজ খারিজ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন সিরিজের ৫০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নতুন নোটটি প্রথম দিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ৫০০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন। ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নোটটিতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে জাতীয় ফুল শাপলার নকশা।
নোটটিতে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে ডান পাশে থাকা মূল্যমান ‘500’ উন্নত রং–পরিবর্তনশীল কালি দিয়ে ছাপা, যা নোট নাড়ালে সবুজ থেকে নীল হয়ে যায় এবং কোণাকুনি ‘৫০০’ দেখা যায়। বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙের পেঁচানো নিরাপত্তা সুতায় আলোতে ‘৫০০ টাকা’ লেখা স্পষ্ট দৃষ্টিগোচর হবে। নাড়াচাড়া করলে এর লাল অংশ সবুজ হয়ে যায় এবং সোনালি বার রংধনুর মতো ওপর-নিচে চলে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটে ডানদিকে নিচে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। এছাড়া ইন্টাগ্লিও কালি ব্যবহারে শহীদ মিনার, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন অংশে স্পর্শ করলে উঁচু অনুভূতি পাওয়া যাবে। নোটের বিভিন্ন স্থানে রয়েছে ‘BANGLADESH BANK’ মাইক্রোপ্রিন্ট এবং UV আলোর নিচে দৃশ্যমান বিশেষ নকশা, সংখ্যা ও রঙিন ফাইবার। উভয় পাশে UV curing varnish থাকায় নোটটি কিছুটা চকচকে দেখাবে। আলোর বিপরীতে ধরলে see-through ইমেজ হিসেবে স্পষ্ট দেখা যাবে ‘500’।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের পাশাপাশি বর্তমানে প্রচলিত পুরোনো সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকদের জন্য নতুন ৫০০ টাকার নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।
পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন, যা আজ খারিজ করা হয়েছে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!