• বুধবার, ২২ মে ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল ও তাঁর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১ মে, ২০২৪

পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে যাবেন স্ত্রী রাহাত আরা বেগম।

বৃহস্পতিবার (২ মে) তার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আগামী ২ মে ওমরাহ হজ পালন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১ মে আন্তর্জাতিক মে দিবসে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল। বেলা ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও শোভাযাত্রা হবে। বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সহিংসতাকে কেন্দ্র করে ৭৭ বছর বয়সী মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে বেরিয়ে আসেন তিনি। এরপর ৪ মার্চ চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। ২৩ মার্চ তারা দেশে ফেরেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর