• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ আটক ৩ চোর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্ল্যান্টের তামার তার চুরি করে পাচারকালে তিন যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাদের নামে মামলা দায়ের পূর্বক বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- খুলনার দাকোপ উপজেলার ওড়াবুনিয়া এলাকার মো. নওয়াব আলী সরদারের ছেলে মো. হাবিবুর রহমান সরদার (৩৫), পরম আনন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৪) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া এলাকার আ: মান্নান হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার (২৮)।

সোমেন দাস জানান, সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে এএইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকা থেকে তার পাচার করার চেষ্টা করছিল ওই তিনজন। এ সময় তাদের কাছে থাকা ২৪ (চব্বিশ) কেজি তামার তারসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত তারের বাজার মূল্য আনুমানিক ৩৬ হাজার টাকা। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর