• সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে মিলল ৩ টি গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বগুড়ার সদর উপজেলায় একটি বাড়িতে মা‌টি খুঁড়তে গি‌য়ে তিন‌টি অ‌বি‌স্ফো‌রিত গ্রেনেড পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গি‌য়ে গ্রেনেড তিন‌টি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

সোমবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, কয়েকদিন ধরে তার বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তেই একসঙ্গে তিনটা গ্রেনেড পাওয়া যায়। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে নিজেদের হেফাজতে নেয়।

তিনি আর বলেন, মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল শুনেছি। মনে হচ্ছে এ গ্রেনেডগুলো সেই সময়কার। উদ্ধারের পর গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর