• রবিবার, ১২ মে ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

লিভ ইনে যাওয়ার আগে এই বিষয়গুলি খেয়াল রাখুন, নইলে বিপদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

লিভ ইন সম্পর্কে থাকার সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে দুটি মানুষ একে অপরের সঙ্গে থাকেন বিয়ে না করে। তবে এই সম্পর্ক নিয়ে নানা সময় দুর্ভাগ্যজনক খবর উঠে আসে সামনে। সেই পরিস্থিতিতে লিভ ইনে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।

প্রতিনিয়ত সম্পর্কের সংজ্ঞা বদলে যাচ্ছে। বারবার মানুষ নিজের মতো করে তৈরি ফেলছেন নিয়ম। এই যেমন এখন বিয়ে অনেকেই করেন না। এর বদলে থাকেন লিভ ইন সম্পর্কে। এবার লিভ ইন করার মধ্যে কিছু খারাপ নেই। তবে কয়েকটি বিষয়ে সতর্ক না হলে এই সম্পর্ক ভয়ানক দিকে যেতে পারে।

আসলে সম্পর্ক হল একটা বিরাট বন্ধন। খুব কষ্ট করে এই বন্ধনি তৈরি করতে হয়। দুটি মানুষ নিজেদের ভালোবাসায় পুষ্ট করে এই সমীকরণ বানিয়ে থাকেন। তবে মানুষের মন বোঝা দায়। তাই কিছু সময় এমন হতেই পারে যে আপনার ভালোবাসার মানুষটিই দিয়ে দিলেন ধোকা।

এই যেমন আপনি গেলেন একটি লিভ ইন রিলেশনশিপে। মানুষটিকে ভালোবেসেই নিশ্চয়ই আপনি করছেন কাজটা। তবে অনেক ক্ষেত্রে সমস্যা অন্যদিকে পৌঁছে যেতে পারে। আপনার অজান্তেই পিছনে অদ্ভুত খেলা সঙ্গী খেলতে পারেন যা জটিলতা তৈরি করে।

এবার মাথায় রাখতে হবে যে এই লিভ ইন সম্পর্কে যাওয়ার আগে সতর্কতা প্রয়োজন। সেক্ষেত্রে কয়েকটি বিষয়, আগেভাগে সেরে নেওয়া খুবই জরুরি। তবেই আপনি এই সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারেন। নইলে বড় বিপদ হতে পারে-

​১. পরিবারকে জানাতে হবে

নিজের পরিবারকে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে জানাতে হবে। আপনি তাঁদের লুকিয়ে কোনও কাজ করতে যাবেন না। কারণ এটা আপনার সুরক্ষার ব্যাপার। সেই নিয়ে কোনও ভুল করলে সমস্যা গুরুতর দিকে পৌঁছে যেতে পারে। তাই চেষ্টা করুন যত দ্রুত সম্ভব পরিবারকে গোটা বিষয়টা জানাতে। তবেই তাঁরা সময়ে অসময়ে আপনার পাশে থাকতে পারবেন।

​২. পরিবার-বন্ধুদের সঙ্গে কথা বলুন

অনেকেই লিভ ইন সম্পর্কে যাওয়ার পর থেকে নিজের পরিবারের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এই অভ্যাস মহা বিপদ ডেকে আনে। সেক্ষেত্রে আপনার খবর কেউ পাবেন না। এই পরিস্থিতিতে নিজের বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্য কথা বলুন। কিছু সমস্যা হলে তাঁদের জানান। তাহলেই আপনি সুরক্ষিত থাকতে পারবেন। নইলে সমস্যা গুরুতর দিকে যেতে পারে।

​৩. কোনও সন্দেহ হলে অন্যদের বলুন

এখন আপনি খবরের কাগজে চোখ রাখলেই লিভ নিয়ে নানা খারাপ খবর পাবেন। এবার হতেই পারে আপনার সঙ্গী ঠিক নন। তাঁর প্রতি কোনও সন্দেহ হলে চেপে রাখবেন না। বরং চেষ্টা করুন কাছের মানুষকে বলার। আপনি তাঁদের জানাতে পারলেই এই সমস্যার সহজ সমাধান আপনি করতে পারবেন। এমনকী তাঁরাও আপনাকে পরামর্শ দেবেন।

​৪. অন্যদের পরামর্শ নিন

আপনি অবশ্যই অন্যদের পরামর্শ নিন। তাঁরা আপনার ভালোর জন্য নিশ্চয়ই কিছু বলছেন। তাই কিছু ফেলে দেওয়ার আগে তাকে পরখ করে দেখুন। তবেই আপনি সমস্যা এড়িয়ে যেতে পারবেন। এবার অন্যদের থেকে জেনে নিন নানা অভিজ্ঞতা। এভাবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় জটিলতা বাড়বে বই কমবে না। তাই এই ভুলটা ছাড়ুন।

​৫. বেগতিক বুঝলে বেরিয়ে আসুন

আপনাকে কেউ জোর করে সম্পর্কে রাখতে পারবে না। সেক্ষেত্রে বেগতিক দেখলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। মনে কোনও খারাপ অনুভূতি রাখবেন না। আপনার খারাপ লাগলে বের হয়ে যেতেই পারেন। এতে দুঃখ পাওয়ার সত্যিই কিছু নেই। তাই অহেতুক নিজেকে দোষ দেবেন না। বরং সমস্যা হলে বেরিয়ে আসুন।

অনেকে আবার এই সম্পর্কে থাকার পর অবসাদে চলে যান। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি আপনাকে ভালো রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর