• রবিবার, ১২ মে ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

রাশিয়ানদের ‘বিশ্বাসঘাতক’ বললেন পুতিন!

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
রাশিয়ানদের 'বিশ্বাসঘাতক' বললেন পুতিন!
রাশিয়ানদের 'বিশ্বাসঘাতক' বললেন পুতিন!

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো ধরনের ভিন্নমত কঠোর হস্তে দমন করছেন। এবার দেশের পশ্চিমাপন্থী নাগরিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন তিনি।

সিএনএনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার যেসব নাগরিক পশ্চিমাদের সমর্থন করে তাদেরকে ‘জাতীয় বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন।

পুতিন এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমারা ঘরের শত্রুদের (ফিফথ কলাম) ওপর নির্ভর করবে। তারা অর্থ উপার্জন করে দেশে কিন্তু বসবাস করে তাদের সঙ্গে। তাদের সঙ্গে বসবাস বলতে ভৌগোলিক অর্থে নয়, মানসিকভাবে পশ্চিমাদের সঙ্গে বসবাস করে। রাশিয়ার এ ধরনের নাগরিকদের তিনি ‘জাতীয় বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেন।

ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়ার নাগরিকরা ‘যুদ্ধবিরোধী বিক্ষোভ’ করছেন। দেশটির নিরাপত্তা বাহিনী ৭ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছেন। এছাড়া ইউক্রেনে অভিযান শুরুর পর সংবাদমাধ্যমের ওপরও খড়গহস্ত হয়েছেন পুতিন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর