• রবিবার, ১২ মে ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

গুগলে বিজ্ঞাপন দিতে পারবে না রাশিয়ার সরকারি গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
গুগলে বিজ্ঞাপন দিতে পারবে না রাশিয়ার সরকারি গণমাধ্যম
গুগলে বিজ্ঞাপন দিতে পারবে না রাশিয়ার সরকারি গণমাধ্যম

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলো গুগলে বিজ্ঞাপন দিতে পারবে না। গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট এ ঘোষণা দিয়েছে। আলফাবেট বলেছে, তারা তাদের প্ল্যটফর্মে রাশিয়ার সরকারি মিডিয়া আউটলেটের জন্য মানিটাইজেশন বন্ধ করে দেবে। আজ রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের অনলাইন সংস্করণে এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি আরও বলেছে, রাশিয়ার সরকারি মিডিয়া আউটলেট গুগল টুলের মাধ্যমে বিজ্ঞাপন ক্রয় করতে পারবে না, গুগল সার্ভিস বা এর প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞাপন দিতে পাবে না।

এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত এক মুখপাত্র বলেছেন, বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন দেখা দিলেও আরও কঠোর পদক্ষেপ নেবে আলফাবেট।

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। এর মধ্যেই ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরোভ বলেছেন, তিনি ইউটিউবকে রাশিয়ার প্রোপাগান্ডা বন্ধের অনুরোধ করেছেন।

ফেসবুক ও টুইটার এরইমধ্যে রাশিয়ার বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। এই দুই প্ল্যাটফর্মে রাশিয়ার প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর