• রবিবার, ১২ মে ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

কুমিল্লায় মন্দির ভাঙচুর মামলায় ১৭ জনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
কুমিল্লায় মন্দির ভাঙচুর মামলায় ১৭ জনের রিমান্ড

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখা ও মন্দির ভাঙচুরের ঘটনার এক মামলায় ১৭ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ নভেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৮ আসামিকে হাজির করা হয়। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এরপর বিচারক চন্দন কান্তি নাথ ১৭ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে একজন আসামির বয়স ১৮ না হওয়ায় নারী ও শিশু আদালতে তাকে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর