• সোমবার, ১৩ মে ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

প্রাণীদের বিষয়ে কিছু এলোমেলো ও মজার তথ্য-৯

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
প্রাণীদের বিষয়ে কিছু এলোমেলো ও মজার তথ্য-৯

খান হাসিব: আপনি যদি প্রাণীদের ভালবেসে থাকেন বা প্রাণী বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। একারণে আজ দৈনিক এইদিনের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে প্রাণীদের বিষয়ে মজাদার কিন্তু এলোমেলো কিছু তথ্য শেয়ার করছি, যা আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে…

১. বিশাল এক ছাগলের দলকে ‘হের্ড’ বলা হয়!

২. কাঠবিড়ালিরা লাল রঙ দেখতে পারে না!

৩. একটি মুরগি বছরে গড়ে ২৬০টি ডিম দিয়ে থাকে!

৪. দীর্ঘদিন খাবার সংগ্রহ করতে না পারলে ইঁদুরেরা নিজেদের লেজ কামড়িয়ে খায়!

৫. চিতার মোট জন্মানো বাচ্চাদের মধ্যে মাত্র ৫/১০ শতাংশ বেঁচে থাকে!

৬. বেঁজিরা সারাদিনে ২০ ঘণ্টার বেশি ঘুমিয়ে কাটায়!

৭. পাখিরা সীমানা চিহ্ন মনে রাখতে পারে, আর এটা দেখেই তারা ঘরে ফিরে আসে!

৮. স্টারফিশ হচ্ছে একমাত্র প্রাণী যারা পাকস্থলী দেহের বাহিরে বের করতে সক্ষম!

৯. পুরুষ কুকুর গাছ বা ল্যাম্পপোস্টে প্রস্রাব করার সময় তাদের পা যতদূর সম্ভব সামনের দিকে বাড়িয়ে রাখার চেষ্টা করে। তারা এই কাজের মাধ্যমে নিজেদের বড় আকারে দেখিয়ে প্রতিপক্ষকে সাবধান করতে চায়। একইভাবে আফ্রিকার কিছু বুনো কুকুর গাছের কাণ্ডের উপর উঠে প্রস্রাব করে!

১০. ডাইনোসরের চেয়ে বেশি সময় ধরে হাঙরেরা প্রকৃতিতে টিকে আছে!

১১. মানুষের উপর হাঙরের আক্রমণের দুই-তৃতীয়াংশ ঘটনা পানির কমপক্ষে ৬ফিট অভ্যন্তরে হয়েছে!

১২. হাঙরেরা ক্যান্সার প্রতিরোধী!

১৩. বিশ্বজুড়ে অন্য যে কোনও প্রাণীর তুলনায় ছাগলের দুধ বেশি পান করা হয়!

১৪. কুমিরেরা কখনো পেছন দিকে হাটতে পারে না!

১৫. কানাডা, আমেরিকা এবং গ্রেট ব্রিটেনে সর্বাধিক জনপ্রিয় কুকুরের জাত হচ্ছে ‘ল্যাব্রাডর রিট্রিভার’!


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর