• সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

কুয়াকাটায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
কুয়াকাটায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়াকাটার সব হোটেল-মোটেল, রেস্ট হাউস, গেস্ট হাউস বন্ধ রাখতে এবং ২৪ ঘণ্টার মধ্যে পর্যটকদের কুয়াকাটা পর্যটন এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বুধবার সন্ধ্যায় এ নির্দেশ জারি করেন।

জেলা প্রশাসক জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে কুয়াকাটা পর্যটন এলাকায় জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১৫ দিনের জন্য এ আদেশ বলবৎ থাকবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়াকাটায় পর্যটক সংশ্লিষ্ট সব ধরণের সেবা এবং হোটেল-মোটেল ও রেস্ট হাউস-গেস্ট হাউস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে পর্যটকসহ জনসাধারণের সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর