• রবিবার, ১২ মে ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

দুই দেশই শক্তভাবে এই মহামারির বিরুদ্ধে লড়ছে: মোদি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
দুই দেশই শক্তভাবে এই মহামারির বিরুদ্ধে লড়ছে: মোদি

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনা মহামারিকালে ভারত ও বাংলাদেশে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, আজ দুই দেশই একত্রে অত্যন্ত শক্তভাবে এই মহামারির বিরুদ্ধে লড়ছে।

বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভারতে তৈরি টিকা বাংলাদেশের নাগরিকদের কাছে পৌঁছানোকে দায়িত্ব বিবেচনা করেই ভারত কাজ করছে।

সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দিতে মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেন।

এর আগে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

গোপালগঞ্জে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী শনিবার সকালে সাতক্ষীরা শ্যামনগরে যান। সেখানে যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিতে দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর