• সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

যে আট কারণে পুরুষের জীবনে নারী বন্ধু থাকা জরুরি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
যে আট কারণে পুরুষের জীবনে নারী বন্ধু থাকা জরুরি - দৈনিক এইদিন (2)

লাইফস্টাইল ডেস্ক: আদি যুগের মানুষের ধারনা পুরুষদের পুরুষ বন্ধু থাকবে। আর মেয়েদের মেয়ে বন্ধু থাকবে। বন্ধু ছাড়া জীবনে একা পথ চলা ভীষণ কঠিন। বন্ধু এমন একজন ব্যাক্তি, যার কাছে নিজের আবেগ-অনুভূতি, চিন্তাভাবনা ও মতাদর্শ শেয়ার করা যায়। মাঝেমধ্যে মন ভালো করতে দূর-দূরান্তে ঘুরতেও যাওয়া যায়।

কিন্তু বর্তমানে শুধু পুরুষ বন্ধুই নয়, একজন পুরুষের জীবনে নারী বন্ধু থাকাটাও খুব জরুরি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, অনেকের সেরা বন্ধুটিই নারী।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, পুরুষের জীবনে আট কারণে সেরা নারী বন্ধু থাকা জরুরি।

চলুন সেগুলো সম্পর্কে জেনে নেয়া যাক-

সবসময় পাশে থাকবে আপনার: দুঃসময়ে পাশে থাকবে নারী বন্ধুটি। নতুন নতুন জীবন অভিজ্ঞতা আপনাকে শেয়ার করবে, যা জেনে আপনিও উপকৃত হবেন।

একইসঙ্গে বোন ও মায়ের ভূমিকা পালন করে: একজন সেরা নারী বন্ধু থাকা মানে তার কাছ থেকে আপনি বোন ও মায়ের মতো সাপোর্ট পাবেন। সে শুধু আপনার যত্নই নেবে না, সেরা উপদেশটাও দেবে। কোন খাবারটি আপনার জন্য অস্বাস্থ্যকর, তাও বাতলে দেবে নারী বন্ধুটি। আর বোনের মতো খুনসুটি তো করবেই।

প্রেরণাদাতার ভূমিকায় নারী: আপনার সেরা নারী বন্ধুটি সব সময় আপনাকে প্রেরণা জোগাবে। একজন ভালো ও সংবেদনশীল মানুষ হতে যা করা দরকার, তার পরামর্শ দেবে। আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং যে কাজটি করা দরকার, তা বারবার স্মরণ করিয়ে দেবে। যখন আপনি হতাশ হবেন, সে সময় আপনার পাশে থাকবে।

বিভিন্ন সম্পর্ক বিষয়ে পরামর্শদাতা: আপনি ও আপনার সঙ্গীর কেমন সম্পর্ক চলছে, বনিবনা হচ্ছে কি না ইত্যাদি নানা বিষয়ে সঠিক পরামর্শ দেবে সেরা নারী বন্ধুটি। আপনার প্রেমিকার সঙ্গে যদি সম্পর্ক খারাপ যায়, তবে কী করতে হবে, তার উপায়ও বাতলে দেবে নারী বন্ধুটি। এককথায় সে হবে আপনার রিলেশনশিপ কাউন্সেলর। কারণ নারীর মনপড়া সেই তো ভালো জানে। আপনার পুরুষ বন্ধু হয়তো সমস্যা চিহ্নিত করতে পারবে না ঠিকঠাক, তবে নারী বন্ধু ঠিকই চিহ্নিত করতে পারবে।

যে আট কারণে পুরুষের জীবনে নারী বন্ধু থাকা জরুরি

ফ্যাশন সম্পর্কে ধারনা উন্নয়নে সহায়তা করবে: নারী বন্ধু আপনার ফ্যাশন সেন্স উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেবে। আপনার চুলের স্টাইল কেমন হবে, ক্যাজুয়াল ও বিশেষ অনুষ্ঠানে কেমন পোশাক পরবেন, তার সবই আপনাকে বুঝতে সহায়তা করবে নারী বন্ধু। তার সাহায্যে আপনি সহজে বুঝতে পারবেন, কোন রঙ আপনাকে বেশি মানায়। আর নিয়মিত এসব পরামর্শ আপনার জীবনধারাই পাল্টে দেবে।

শপিং এ সহযোগিতা করবে: আপনার কাছে যদি শপিং বিরক্তিকর মনে হয়, তবে নারী বন্ধুর ওপর সম্পূর্ণ নির্ভর করতে পারেন। সে আপনাকে সহযোগিতা করবে। কোন পোশাক আপনাকে মানাবে, রঙ-ই বা কী হবে, এমন সব বিষয়ে তার ওপর নির্ভর করতে পারেন। সে আপনাকে সব সময় সঠিক স্থানে নিয়ে গিয়ে আপনার বাজেটের মধ্যে সঠিক পণ্যটি কিনে দেয়ার চেষ্টা করবে।

অনেকের সঙ্গে পরিচিত করাতে সাহায্য করে: সেরা নারী বন্ধু থাকার আরেকটি সুবিধা হলো, সে আপনাকে অনেকের সঙ্গে পরিচিত করাবে। পুরুষের তুলনায় নারীরা বন্ধুত্ব তৈরিতে বেশি পারদর্শী। তাই আপনার যদি সেরা নারী বন্ধু থাকে, সে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত করাবে। এভাবে আপনারও নতুন বন্ধু তৈরি হবে।

মনোযোগ দিয়ে আপনার সমস্যাগুলো শুনবে: নারী বন্ধু আপনার যাবতীয় সমস্যা মনোযোগ দিয়ে শুনবে। কোনো প্রকার সংকোচ ছাড়াই আপনি আপনার নারী বন্ধুকে নিজের সমস্যা সম্পর্কে বলতে পারেন। সে ধৈর্য সহযোগে শুনবে আর সঠিক পরামর্শ দেবে।

উক্ত অংশগুলো নিশ্চয়ই আপনাকে বুঝতে সাহায্য করেছে, কেন একজন সেরা নারী বন্ধু জীবনে প্রয়োজন। তাহলে আর দেরি না করে একজন নারীর সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর