• রবিবার, ১২ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

বাংলাদেশ টিকা সংগ্রহে অন্যদের চেয়ে এগিয়ে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তাই আল–জাজিরা বন্ধ করা হয়নি: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকা এখনো অনেক রাষ্ট্র পায়নি। বাংলাদেশ টিকা সংগ্রহে অনেক দেশের চেয়ে এগিয়ে। আর বাস্তবতা হলো, সমালোচনা করলেও বিএনপির নেতারা নিজেরাই টিকা নিচ্ছেন।

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। ফরিদপুর ওয়াজি উদ্দিন পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি আরও বলেন, ক্ষমতায় থাকলে নেতা-কর্মীদের মধ্যে যদি আলস্য এসে যায়, সেটা হতে দেওয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং সহজে টাকা আয় করতে অনেকেই আসবে, তাদের দরকার নেই। পরীক্ষিত নেতা-কর্মীরা দলের নেতৃত্বে আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে করোনা মহামারি মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। বাসস


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর