• রবিবার, ১২ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

কায়রোতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
কায়রোতে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর এক হাসপাতালে শনিবার আগুন লেগে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় বিভিন্ন সূত্র ও গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালটিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।

মিসর আল আমাল নামের ওই বেসরকারি হাসপাতালে সকাল ৯ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অপর একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিশরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাসে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। দেশটিতে গতকাল নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮৯ জনের। একই দিন ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাস মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ লাখ ৩১ হাজার ৩১৫ জন। আর মারা গেছেন ৭ হাজার ৩৫২ জন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর