• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:১০ অপরাহ্ন
Notice
We are Updating Our Website

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রাইজমানির বিস্তারিত জানালো বিসিবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রাইজমানির বিস্তারিত জানালো বিসিবি

বঙ্গবন্ধু টি-২০ কাপে চ্যাম্পিয়ন বা রানার্স আপ দল কোনো প্রাইজ মানি পাবে না, এমন তথ্য আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটারদের জন্য আলাদা প্রাইজমানির ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) মেগা ফাইনাল শেষে বিভিন্ন ক্যাটাগরির সেরা ক্রিকেটারদের এই পুরস্কার দেয়া হবে বলে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে।

ওয়েবসাইটে জানানো হয়েছে, বঙ্গবন্ধু টি-২০ কাপের চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া রানার্স আপ দলের ক্রিকেটাররা পাবেন ৭৫ হাজার টাকা করে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হবে ৩ লাখ টাকা। আর টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলার দুজনকেই ২ লাখ করে টাকা দেয়া হবে। পাশাপাশি ফাইনালের ম্যাচ সেরা পুরস্কার পাবেন ১ লাখ টাকা। এর বাইরে বিশেষ পারফরম্যান্সের জন্য ৪ জন খেলোয়াড়কে দেয়া হবে ১ লাখ টাকা করে পুরস্কার।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার মধ্যে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর