• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
Notice
We are Updating Our Website

আকর্ষণীয় কিছু মজাদার তথ্য- ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
আকর্ষণীয় কিছু মজাদার তথ্য- ৫

ডেস্ক রিপোর্ট: পৃথিবী জুড়ে ঘটে যাওয়া আকর্ষণীয় কিছু মজাদার তথ্য জোগাড় করে তালিকাটি সম্পন্ন করতে কয়েকমাস সময় লেগে গেছে। এ সমস্ত তথ্যগুলি এলোমেলো কিন্তু খুবই মজাদার হবে আশা করছি। এ সব তথ্য দৈনিক এইদিনের পাঠকদের কাছে ধারাবাহিকভাবে উপস্থাপনের চেষ্টা করছি…

১. সুইজারল্যান্ডে রাত ১০ টার পরে টয়লেট ফ্লাশ করা সম্পূর্ণ অবৈধ!

২. সংক্রমণ রোধে দীর্ঘ লেজ নিয়ে জন্মানো ভেড়াদের লেজ কেটে দেওয়া হয়!

৩. গণ্ডারদের সম্মিলিত গোষ্ঠীকে ‘ক্র্যাশ’ নামে ডাকা হয়!

৪. ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে থেকে মাত্র ২৩% জনসমর্থন নিয়েও আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যায়!

৫. ১৮০০ দশকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ যাদুঘরে একটি নমুনা কার্ডে আটকানো অবস্থায় একটু জীবিত শামুক উদ্ধার করা হয়, শামুকটি যে বেঁচে আছে তা বুঝতে বিজ্ঞানীরা ৪ বছরেরও বেশি সময় লেগে যায়!

৬. প্রতি বছরের ২১শে আগস্ট বিশ্ব প্রবীণ নাগরিক দিবস, এইদিনে সারাবিশ্বের বয়স্ক নাগরিকদের উদ্দেশ্যে সম্মান জানানো হয়!

৭. উইলিয়াম শেকসপিয়র জীবিত অবস্থায় তার সমাধি ফলকের জন্য একটি অভিসম্পাত বানী খোদাই করে দিয়ে যান, যাতে তার কবরের হাড় কেউ সরাতে না পারে!

৮. সর্বাধিক জনপ্রিয় ব্যথানাশক হিসেবে ‘অ্যাসিটামিনোফেন’ (Acetaminophen) ব্যবহার করা হয়!

এই ওষুধটি আবেগ নিয়ন্ত্রণ করে যৌনক্ষমতা বাড়িয়ে তুলে। এমন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ১৮৮৭ সালে এই ওষুধ নিষিদ্ধ করা হয়, পরে ১৯৫৫ আবার এর পুনরায় অনুমোদন দেয়া হয়!

৯. ২১ জন পাইলটদের সমন্বয়ে গঠিত দলকে ‘স্কেলটন ক্লিক’ (Skeleton Clique) নামে ডাকা হয়!

১০. গানপাউডার প্লটে’ (Guy Fawkes Gunpowder Plot) অংশ নেওয়ার জন্য ‘গাই ফকস নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে গায়ের চামড়া ছিলে নেয়া হয়!

সেই চামড়া তার সারাজীবনের অপরাধের ফিরিস্তির বই বাঁধাই কাজে ব্যবহার করা হয়!

১১. দক্ষিণ কোরিয়ায় ‘ভ্যালেন্টাইনস ডে’ কিছুটা আলাদাভাবে উদযাপন করা হয়, এইদিনে নারীরা শুধুমাত্র পুরুষদের উপহার দিয়ে থাকে!

১২. সিসিমি ইনস্টিটিউটের (সিসিমপুর) বহুল জনপ্রিয় কার্টুন চরিত্র ‘কুকি মনস্টার’র আসল নাম ‘সিড’!

১৩. বিখ্যাত কৌতুক অভিনেতা ‘মিচ হেডবার্গ’ (Mitch Hedberg) তার জীবনে কোনও চাকুরীর পরীক্ষায় উৎরাতে পারেননি!

এ কারণে অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে ট্রায়াল পরীক্ষায় তার মনে হয়েছিলো এখানে সুযোগ না পেলে জীবনে আর কোথাও কিছু হবে না!

১৪. প্রতি মুহূর্তে পৃথিবীজুড়ে প্রায় ১,৮০০ বেশি বজ্রপাত সংঘটিত হয়, আর সারা বছরে প্রায় ১৬ মিলিয়ন বজ্রপাতের ঘটনা ঘটে!

১৫. মার্চের তিন তারিখ ‘বিড়াল ও কুকুরের অপসেবল থাম্বস ডে’ (What if Cats and Dogs Had Opposable Thumbs Day) হিসেবে পালিত হয়!


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরও খবর