চীনের সিচুয়ানে মাউন্ট নামা থেকে পড়ে এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তিনি পাহাড়টির প্রায় চূড়ার কাছে গিয়ে নিজের শরীরে লাগানো নিরাপত্তা দঁড়ি খুলে ছবি তুলতে গিয়েছিলেন। এরপরই এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে গত ২৫ সেপ্টেম্বর এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও এখন ভাইরাল হয়েছে।
জানা গেছে, হং নামে ৩১ বছর বয়সী ওই পর্বতারোহী ১৮ হাজার ৩৩২ ফুট উঁচু ওই পাহাড় থেকে পড়ে যান।
ভিডিওতে দেখা গেছে, লাল কাপড় পরিহিত হং পা পিছলে নিচের দিকে চলে যাচ্ছেন। ওই সময় তিনি পাহাড়ের বরফ আঁকড়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তার আশপাশে যারা ছিলেন তারা শুধু নির্বাক হয়ে চেয়েছিলেন। তাদের কারও কিছু করার সামর্থ ছিল না। তবে এ ঘটনা দেখে তারা প্রায় সবাই এ ঘটনায় বাকরুদ্ধ ও ভয় পেয়ে যান।
নিরাপত্তা রঁশি ছাড়া থাকা হং প্রথমে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন। সামলে নিতে নিতে পা পিছলে নিচের দিকে যেতে থাকেন। হাতে বরফের কুড়াল না থাকায় শুধু পিছলেই যেতে থাকেন তিনি।
জানা গেছে, তিনি পিছলে পিছলে ৬৫৬ ফুট পর্যন্ত যান। এরপর একটা পর্যায়ে সবার দৃষ্টি থেকে মিলিয়ে যান।
স্থানীয় কাংডিং মিউনিসিপ্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, নিহত হং ও তার দল পর্বত আরোহণের ব্যাপারে তাদের অবহিত করেনি এবং প্রয়োজনীয় অনুমতিও নেয়নি। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে উদ্ধারে ছুটে যায়।
মাউন্ট নামা সিচুয়ান প্রদেশের পূর্ব তিব্বতের প্লাটাউয়ের সবচেয়ে উঁচু পাহাড়। এটা গঙ্গা পর্বতমালার অংশ।
চীনের সিচুয়ানে মাউন্ট নামা থেকে পড়ে এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তিনি পাহাড়টির প্রায় চূড়ার কাছে গিয়ে নিজের শরীরে লাগানো নিরাপত্তা দঁড়ি খুলে ছবি তুলতে গিয়েছিলেন। এরপরই এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে গত ২৫ সেপ্টেম্বর এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও এখন ভাইরাল হয়েছে।
জানা গেছে, হং নামে ৩১ বছর বয়সী ওই পর্বতারোহী ১৮ হাজার ৩৩২ ফুট উঁচু ওই পাহাড় থেকে পড়ে যান।
ভিডিওতে দেখা গেছে, লাল কাপড় পরিহিত হং পা পিছলে নিচের দিকে চলে যাচ্ছেন। ওই সময় তিনি পাহাড়ের বরফ আঁকড়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তার আশপাশে যারা ছিলেন তারা শুধু নির্বাক হয়ে চেয়েছিলেন। তাদের কারও কিছু করার সামর্থ ছিল না। তবে এ ঘটনা দেখে তারা প্রায় সবাই এ ঘটনায় বাকরুদ্ধ ও ভয় পেয়ে যান।
নিরাপত্তা রঁশি ছাড়া থাকা হং প্রথমে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন। সামলে নিতে নিতে পা পিছলে নিচের দিকে যেতে থাকেন। হাতে বরফের কুড়াল না থাকায় শুধু পিছলেই যেতে থাকেন তিনি।
জানা গেছে, তিনি পিছলে পিছলে ৬৫৬ ফুট পর্যন্ত যান। এরপর একটা পর্যায়ে সবার দৃষ্টি থেকে মিলিয়ে যান।
স্থানীয় কাংডিং মিউনিসিপ্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, নিহত হং ও তার দল পর্বত আরোহণের ব্যাপারে তাদের অবহিত করেনি এবং প্রয়োজনীয় অনুমতিও নেয়নি। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে উদ্ধারে ছুটে যায়।
মাউন্ট নামা সিচুয়ান প্রদেশের পূর্ব তিব্বতের প্লাটাউয়ের সবচেয়ে উঁচু পাহাড়। এটা গঙ্গা পর্বতমালার অংশ।
চীনের সিচুয়ানে মাউন্ট নামা থেকে পড়ে এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তিনি পাহাড়টির প্রায় চূড়ার কাছে গিয়ে নিজের শরীরে লাগানো নিরাপত্তা দঁড়ি খুলে ছবি তুলতে গিয়েছিলেন। এরপরই এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে গত ২৫ সেপ্টেম্বর এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও এখন ভাইরাল হয়েছে।
জানা গেছে, হং নামে ৩১ বছর বয়সী ওই পর্বতারোহী ১৮ হাজার ৩৩২ ফুট উঁচু ওই পাহাড় থেকে পড়ে যান।
ভিডিওতে দেখা গেছে, লাল কাপড় পরিহিত হং পা পিছলে নিচের দিকে চলে যাচ্ছেন। ওই সময় তিনি পাহাড়ের বরফ আঁকড়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তার আশপাশে যারা ছিলেন তারা শুধু নির্বাক হয়ে চেয়েছিলেন। তাদের কারও কিছু করার সামর্থ ছিল না। তবে এ ঘটনা দেখে তারা প্রায় সবাই এ ঘটনায় বাকরুদ্ধ ও ভয় পেয়ে যান।
নিরাপত্তা রঁশি ছাড়া থাকা হং প্রথমে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন। সামলে নিতে নিতে পা পিছলে নিচের দিকে যেতে থাকেন। হাতে বরফের কুড়াল না থাকায় শুধু পিছলেই যেতে থাকেন তিনি।
জানা গেছে, তিনি পিছলে পিছলে ৬৫৬ ফুট পর্যন্ত যান। এরপর একটা পর্যায়ে সবার দৃষ্টি থেকে মিলিয়ে যান।
স্থানীয় কাংডিং মিউনিসিপ্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, নিহত হং ও তার দল পর্বত আরোহণের ব্যাপারে তাদের অবহিত করেনি এবং প্রয়োজনীয় অনুমতিও নেয়নি। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে উদ্ধারে ছুটে যায়।
মাউন্ট নামা সিচুয়ান প্রদেশের পূর্ব তিব্বতের প্লাটাউয়ের সবচেয়ে উঁচু পাহাড়। এটা গঙ্গা পর্বতমালার অংশ।
চীনের সিচুয়ানে মাউন্ট নামা থেকে পড়ে এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তিনি পাহাড়টির প্রায় চূড়ার কাছে গিয়ে নিজের শরীরে লাগানো নিরাপত্তা দঁড়ি খুলে ছবি তুলতে গিয়েছিলেন। এরপরই এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে গত ২৫ সেপ্টেম্বর এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও এখন ভাইরাল হয়েছে।
জানা গেছে, হং নামে ৩১ বছর বয়সী ওই পর্বতারোহী ১৮ হাজার ৩৩২ ফুট উঁচু ওই পাহাড় থেকে পড়ে যান।
ভিডিওতে দেখা গেছে, লাল কাপড় পরিহিত হং পা পিছলে নিচের দিকে চলে যাচ্ছেন। ওই সময় তিনি পাহাড়ের বরফ আঁকড়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তার আশপাশে যারা ছিলেন তারা শুধু নির্বাক হয়ে চেয়েছিলেন। তাদের কারও কিছু করার সামর্থ ছিল না। তবে এ ঘটনা দেখে তারা প্রায় সবাই এ ঘটনায় বাকরুদ্ধ ও ভয় পেয়ে যান।
নিরাপত্তা রঁশি ছাড়া থাকা হং প্রথমে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন। সামলে নিতে নিতে পা পিছলে নিচের দিকে যেতে থাকেন। হাতে বরফের কুড়াল না থাকায় শুধু পিছলেই যেতে থাকেন তিনি।
জানা গেছে, তিনি পিছলে পিছলে ৬৫৬ ফুট পর্যন্ত যান। এরপর একটা পর্যায়ে সবার দৃষ্টি থেকে মিলিয়ে যান।
স্থানীয় কাংডিং মিউনিসিপ্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, নিহত হং ও তার দল পর্বত আরোহণের ব্যাপারে তাদের অবহিত করেনি এবং প্রয়োজনীয় অনুমতিও নেয়নি। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তাকে উদ্ধারে ছুটে যায়।
মাউন্ট নামা সিচুয়ান প্রদেশের পূর্ব তিব্বতের প্লাটাউয়ের সবচেয়ে উঁচু পাহাড়। এটা গঙ্গা পর্বতমালার অংশ।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!