অন্তর্বর্তী সরকার দেশের ৯টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বুধবার তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে বক্তব্য দেন। সেখানে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে অবসায়নযোগ্য ৯টি লিজিং কোম্পানিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে প্রেস সচিব জানান, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক শিগগিরই অবসায়ন প্রক্রিয়া এবং তালিকা প্রকাশ করবে বলে তিনি জানান।
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দুর্বল আর্থিক অবস্থা, অনিয়ম ও গ্রাহকের আমানত ফেরত না দেওয়ার মতো কারণে অনেক লিজিং কোম্পানির প্রতি আস্থা হারিয়েছে বিনিয়োগকারীরা। এই সিদ্ধান্ত কার্যকর হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যাবে।
অন্তর্বর্তী সরকার দেশের ৯টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বুধবার তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে বক্তব্য দেন। সেখানে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে অবসায়নযোগ্য ৯টি লিজিং কোম্পানিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে প্রেস সচিব জানান, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক শিগগিরই অবসায়ন প্রক্রিয়া এবং তালিকা প্রকাশ করবে বলে তিনি জানান।
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দুর্বল আর্থিক অবস্থা, অনিয়ম ও গ্রাহকের আমানত ফেরত না দেওয়ার মতো কারণে অনেক লিজিং কোম্পানির প্রতি আস্থা হারিয়েছে বিনিয়োগকারীরা। এই সিদ্ধান্ত কার্যকর হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যাবে।
অন্তর্বর্তী সরকার দেশের ৯টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বুধবার তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে বক্তব্য দেন। সেখানে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে অবসায়নযোগ্য ৯টি লিজিং কোম্পানিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে প্রেস সচিব জানান, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক শিগগিরই অবসায়ন প্রক্রিয়া এবং তালিকা প্রকাশ করবে বলে তিনি জানান।
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দুর্বল আর্থিক অবস্থা, অনিয়ম ও গ্রাহকের আমানত ফেরত না দেওয়ার মতো কারণে অনেক লিজিং কোম্পানির প্রতি আস্থা হারিয়েছে বিনিয়োগকারীরা। এই সিদ্ধান্ত কার্যকর হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যাবে।
অন্তর্বর্তী সরকার দেশের ৯টি নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বা লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বুধবার তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে বক্তব্য দেন। সেখানে দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে অবসায়নযোগ্য ৯টি লিজিং কোম্পানিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে প্রেস সচিব জানান, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নাম এখনও প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক শিগগিরই অবসায়ন প্রক্রিয়া এবং তালিকা প্রকাশ করবে বলে তিনি জানান।
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দুর্বল আর্থিক অবস্থা, অনিয়ম ও গ্রাহকের আমানত ফেরত না দেওয়ার মতো কারণে অনেক লিজিং কোম্পানির প্রতি আস্থা হারিয়েছে বিনিয়োগকারীরা। এই সিদ্ধান্ত কার্যকর হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যাবে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!