গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর একটি কারখানার কর্মী মো. শাহজাহানের হত্যার মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।
বনানী থানায় দায়ের হওয়া মামলায় আদালত বুধবার (৮ অক্টোবর) কারাগার থেকে আসামিদের হাজির করার পর তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান আবেদন মঞ্জুর করে আসামিদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। এসময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুলি চালায়, যার ফলে শাহজাহানের বুকে ও পেটে দুটি গুলি লাগে। চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মামলায় শাহজাহানের মা সাজেদা বেগম বাদী হয়েছেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর একটি কারখানার কর্মী মো. শাহজাহানের হত্যার মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।
বনানী থানায় দায়ের হওয়া মামলায় আদালত বুধবার (৮ অক্টোবর) কারাগার থেকে আসামিদের হাজির করার পর তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান আবেদন মঞ্জুর করে আসামিদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। এসময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুলি চালায়, যার ফলে শাহজাহানের বুকে ও পেটে দুটি গুলি লাগে। চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মামলায় শাহজাহানের মা সাজেদা বেগম বাদী হয়েছেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর একটি কারখানার কর্মী মো. শাহজাহানের হত্যার মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।
বনানী থানায় দায়ের হওয়া মামলায় আদালত বুধবার (৮ অক্টোবর) কারাগার থেকে আসামিদের হাজির করার পর তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান আবেদন মঞ্জুর করে আসামিদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। এসময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুলি চালায়, যার ফলে শাহজাহানের বুকে ও পেটে দুটি গুলি লাগে। চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মামলায় শাহজাহানের মা সাজেদা বেগম বাদী হয়েছেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর একটি কারখানার কর্মী মো. শাহজাহানের হত্যার মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।
বনানী থানায় দায়ের হওয়া মামলায় আদালত বুধবার (৮ অক্টোবর) কারাগার থেকে আসামিদের হাজির করার পর তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান আবেদন মঞ্জুর করে আসামিদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। এসময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুলি চালায়, যার ফলে শাহজাহানের বুকে ও পেটে দুটি গুলি লাগে। চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মামলায় শাহজাহানের মা সাজেদা বেগম বাদী হয়েছেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!