
বিএনপি ক্ষমতায় গেলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তুলতে কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মির্জা ফখরুল বলেন, ২০২২ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে ‘রেইনবো নেশন’ গঠনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ‘সব সম্প্রদায় রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে-এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।
বিএনপি মহাসচিব দাবি করেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও অধিকারের সুরক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে এবং গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা ও নিজস্ব সংস্কৃতি বিকাশে সহায়তা করাই বিএনপির অঙ্গীকার বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বিএনপি ক্ষমতায় গেলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তুলতে কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মির্জা ফখরুল বলেন, ২০২২ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে ‘রেইনবো নেশন’ গঠনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ‘সব সম্প্রদায় রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে-এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।
বিএনপি মহাসচিব দাবি করেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও অধিকারের সুরক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে এবং গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা ও নিজস্ব সংস্কৃতি বিকাশে সহায়তা করাই বিএনপির অঙ্গীকার বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বিএনপি ক্ষমতায় গেলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তুলতে কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মির্জা ফখরুল বলেন, ২০২২ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে ‘রেইনবো নেশন’ গঠনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ‘সব সম্প্রদায় রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে-এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।
বিএনপি মহাসচিব দাবি করেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও অধিকারের সুরক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে এবং গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা ও নিজস্ব সংস্কৃতি বিকাশে সহায়তা করাই বিএনপির অঙ্গীকার বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

বিএনপি ক্ষমতায় গেলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তুলতে কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মির্জা ফখরুল বলেন, ২০২২ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে ‘রেইনবো নেশন’ গঠনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ‘সব সম্প্রদায় রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে-এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।
বিএনপি মহাসচিব দাবি করেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও অধিকারের সুরক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে এবং গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা ও নিজস্ব সংস্কৃতি বিকাশে সহায়তা করাই বিএনপির অঙ্গীকার বলে মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!