জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আইনি নিশ্চয়তা পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাংবিধানিক আদেশ প্রয়োজন, কারণ প্রেসিডেন্টের এর অধিকার নেই।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, আমরা শুধুমাত্র কাগুজে সনদে বিশ্বাসী নই। সনদ বাস্তবায়নের আইনি নিশ্চয়তা দরকার। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করলে তবেই এনসিপি স্বাক্ষর করবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টার কাছেই রয়েছে, প্রেসিডেন্টের নয়।
তিনি আরও বলেন, জুলাই শহীদ পরিবার ও আহতদের মামলাগুলো নিয়ে আমরা সরকারের কাছে রোডম্যাপ চেয়েছি। দেখা যাচ্ছে, অনেক আসামি জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে। নির্বাচনের আগেই এসব মামলার নিষ্পত্তির সময়সূচি ও অগ্রগতি ঘোষণা করা দরকার।
এসময় এনসিপি আহ্বায়ক নির্বাচন কমিশন (ইসি) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান ইসি নিরপেক্ষভাবে কাজ করছে না, কিছু দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। ফলে আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি।
জনপ্রশাসনের বদলি-পদায়ন নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার ভাষায়, প্রশাসনে রাজনৈতিক ভাগবাঁটোয়ারা চলছে। বিভিন্ন বড় দল ডিসি-এসপি পদ বণ্টন করছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আইনি নিশ্চয়তা পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাংবিধানিক আদেশ প্রয়োজন, কারণ প্রেসিডেন্টের এর অধিকার নেই।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, আমরা শুধুমাত্র কাগুজে সনদে বিশ্বাসী নই। সনদ বাস্তবায়নের আইনি নিশ্চয়তা দরকার। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করলে তবেই এনসিপি স্বাক্ষর করবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টার কাছেই রয়েছে, প্রেসিডেন্টের নয়।
তিনি আরও বলেন, জুলাই শহীদ পরিবার ও আহতদের মামলাগুলো নিয়ে আমরা সরকারের কাছে রোডম্যাপ চেয়েছি। দেখা যাচ্ছে, অনেক আসামি জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে। নির্বাচনের আগেই এসব মামলার নিষ্পত্তির সময়সূচি ও অগ্রগতি ঘোষণা করা দরকার।
এসময় এনসিপি আহ্বায়ক নির্বাচন কমিশন (ইসি) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান ইসি নিরপেক্ষভাবে কাজ করছে না, কিছু দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। ফলে আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি।
জনপ্রশাসনের বদলি-পদায়ন নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার ভাষায়, প্রশাসনে রাজনৈতিক ভাগবাঁটোয়ারা চলছে। বিভিন্ন বড় দল ডিসি-এসপি পদ বণ্টন করছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আইনি নিশ্চয়তা পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাংবিধানিক আদেশ প্রয়োজন, কারণ প্রেসিডেন্টের এর অধিকার নেই।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, আমরা শুধুমাত্র কাগুজে সনদে বিশ্বাসী নই। সনদ বাস্তবায়নের আইনি নিশ্চয়তা দরকার। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করলে তবেই এনসিপি স্বাক্ষর করবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টার কাছেই রয়েছে, প্রেসিডেন্টের নয়।
তিনি আরও বলেন, জুলাই শহীদ পরিবার ও আহতদের মামলাগুলো নিয়ে আমরা সরকারের কাছে রোডম্যাপ চেয়েছি। দেখা যাচ্ছে, অনেক আসামি জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে। নির্বাচনের আগেই এসব মামলার নিষ্পত্তির সময়সূচি ও অগ্রগতি ঘোষণা করা দরকার।
এসময় এনসিপি আহ্বায়ক নির্বাচন কমিশন (ইসি) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান ইসি নিরপেক্ষভাবে কাজ করছে না, কিছু দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। ফলে আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি।
জনপ্রশাসনের বদলি-পদায়ন নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার ভাষায়, প্রশাসনে রাজনৈতিক ভাগবাঁটোয়ারা চলছে। বিভিন্ন বড় দল ডিসি-এসপি পদ বণ্টন করছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আইনি নিশ্চয়তা পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাংবিধানিক আদেশ প্রয়োজন, কারণ প্রেসিডেন্টের এর অধিকার নেই।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, আমরা শুধুমাত্র কাগুজে সনদে বিশ্বাসী নই। সনদ বাস্তবায়নের আইনি নিশ্চয়তা দরকার। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করলে তবেই এনসিপি স্বাক্ষর করবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টার কাছেই রয়েছে, প্রেসিডেন্টের নয়।
তিনি আরও বলেন, জুলাই শহীদ পরিবার ও আহতদের মামলাগুলো নিয়ে আমরা সরকারের কাছে রোডম্যাপ চেয়েছি। দেখা যাচ্ছে, অনেক আসামি জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে। নির্বাচনের আগেই এসব মামলার নিষ্পত্তির সময়সূচি ও অগ্রগতি ঘোষণা করা দরকার।
এসময় এনসিপি আহ্বায়ক নির্বাচন কমিশন (ইসি) নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান ইসি নিরপেক্ষভাবে কাজ করছে না, কিছু দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। ফলে আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি।
জনপ্রশাসনের বদলি-পদায়ন নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার ভাষায়, প্রশাসনে রাজনৈতিক ভাগবাঁটোয়ারা চলছে। বিভিন্ন বড় দল ডিসি-এসপি পদ বণ্টন করছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!