
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।
ওসি মনিরুল ইসলাম বলেন, একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়ভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।
ওসি মনিরুল ইসলাম বলেন, একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়ভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।
ওসি মনিরুল ইসলাম বলেন, একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়ভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মীর নাম আলমগীর ওরফে আলম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।
ওসি মনিরুল ইসলাম বলেন, একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়ভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!