মসজিদ কমিটির স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। নীতিমালাটি শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট আকারে প্রকাশ করা হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্স’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক কর্তৃত্ববাদী মসজিদ কমিটির সদস্যরা ইমামদের তুচ্ছতাচ্ছিল্য করেন। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছতাচ্ছিল্যের আর সুযোগ নেই।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ সম্পন্ন করবে, আর দীর্ঘমেয়াদি বিষয়গুলো নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে। আমাদের লক্ষ্য কল্যাণ রাষ্ট্র গঠন—যেখানে মানুষের অধিকার, গণতন্ত্র, মানবসম্পদ উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে এবং জনগণ মৌলিক অধিকার চর্চা করতে পারবে। জুলাই বিপ্লব বহুদিন পর সেই পথ খুলে দিয়েছে।
এ সময় তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ করা হবে।
পরে খতিব ফাউন্ডেশনের নেতারা তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন।
০
মসজিদ কমিটির স্বৈরাচারী রুখতে নীতিমালা প্রস্তুত : ধর্ম উপদেষ্টা
মসজিদ কমিটির স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। নীতিমালাটি শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট আকারে প্রকাশ করা হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্স’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক কর্তৃত্ববাদী মসজিদ কমিটির সদস্যরা ইমামদের তুচ্ছতাচ্ছিল্য করেন। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছতাচ্ছিল্যের আর সুযোগ নেই।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ সম্পন্ন করবে, আর দীর্ঘমেয়াদি বিষয়গুলো নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে। আমাদের লক্ষ্য কল্যাণ রাষ্ট্র গঠন—যেখানে মানুষের অধিকার, গণতন্ত্র, মানবসম্পদ উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে এবং জনগণ মৌলিক অধিকার চর্চা করতে পারবে। জুলাই বিপ্লব বহুদিন পর সেই পথ খুলে দিয়েছে।
এ সময় তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ করা হবে।
পরে খতিব ফাউন্ডেশনের নেতারা তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন।
০
মসজিদ কমিটির স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। নীতিমালাটি শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট আকারে প্রকাশ করা হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্স’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক কর্তৃত্ববাদী মসজিদ কমিটির সদস্যরা ইমামদের তুচ্ছতাচ্ছিল্য করেন। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছতাচ্ছিল্যের আর সুযোগ নেই।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ সম্পন্ন করবে, আর দীর্ঘমেয়াদি বিষয়গুলো নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে। আমাদের লক্ষ্য কল্যাণ রাষ্ট্র গঠন—যেখানে মানুষের অধিকার, গণতন্ত্র, মানবসম্পদ উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে এবং জনগণ মৌলিক অধিকার চর্চা করতে পারবে। জুলাই বিপ্লব বহুদিন পর সেই পথ খুলে দিয়েছে।
এ সময় তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ করা হবে।
পরে খতিব ফাউন্ডেশনের নেতারা তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন।
মসজিদ কমিটির স্বৈরাচারী রুখতে নীতিমালা প্রস্তুত : ধর্ম উপদেষ্টা
মসজিদ কমিটির স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। নীতিমালাটি শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে গেজেট আকারে প্রকাশ করা হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্স’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, কিছু সংখ্যক কর্তৃত্ববাদী মসজিদ কমিটির সদস্যরা ইমামদের তুচ্ছতাচ্ছিল্য করেন। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছতাচ্ছিল্যের আর সুযোগ নেই।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কিছু কাজ সম্পন্ন করবে, আর দীর্ঘমেয়াদি বিষয়গুলো নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে। আমাদের লক্ষ্য কল্যাণ রাষ্ট্র গঠন—যেখানে মানুষের অধিকার, গণতন্ত্র, মানবসম্পদ উন্নয়ন, জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে এবং জনগণ মৌলিক অধিকার চর্চা করতে পারবে। জুলাই বিপ্লব বহুদিন পর সেই পথ খুলে দিয়েছে।
এ সময় তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ করা হবে।
পরে খতিব ফাউন্ডেশনের নেতারা তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন।