আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সেমিফাইনালে উঠেছেন জারিফ আবরার। গত রোববার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে কোয়ার্টার ফাইনালে জারিফ তাইপের উই চ্যাং ট্যাংকে ২-১ (৬-৪, ৩-৬, ৬-১) সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছান।
সেমিফাইনালের লড়াইয়ের জন্য যে চার বালকের নাম নিশ্চিত হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের জারিফ একাই এক প্রান্তে দাঁড়িয়ে দেশের আশা জাগাচ্ছেন।
শেষ চারের লড়াইয়ে আসতে ২ নম্বর কোর্টে ভারতের নাভ রবি কুটারী সরাসরি ২-০ (৬-১, ৬-১) সেটে বাংলাদেশের মো. সায়েমকে পরাজিত করে। ৩ নম্বর কোর্টে থাইল্যান্ডের থাপান ভারতের গৌতমকে ২-০ (৬-১, ৬-১) সেটে হারান। ৪ নম্বর কোর্টে হংকংয়ের শিব মোহন সরাসরি ২-০ (৬-৩, ৬-০) সেটে থাইল্যান্ডের লিকুলকে পরাজিত করে সেমিফাইনালের দরজা খুলেছেন।
বালিকাদের একক কোয়ার্টার ফাইনালেও চমক দেখা গেছে। ১ নম্বর কোর্টে চীনের টিয়ানরান ডোং ভারতের তানিসকা ভাট্টাংগারকে ২-০ (৬-২, ৬-৩) সেটে হারান। ২ নম্বর কোর্টে চীনের হানিউ ওয়াং ভারতের সাংভি রেড্ডিকে ২-০ (৬-২, ৬-২) সেটে পরাজিত করেন। ৩ নম্বর কোর্টে মালদ্বীপের আজিম ভারতের ইয়াসিতা অরতিকে ২-০ (৬-২, ৬-২) সেটে হারান।
৪ নম্বর কোর্টে চীনের জিজি ইয়াং ভারতের তামান্না নায়ারকে ২-০ (৬-১, ৬-১) সেটে পরাজিত করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন।
টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়।
আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সেমিফাইনালে উঠেছেন জারিফ আবরার। গত রোববার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে কোয়ার্টার ফাইনালে জারিফ তাইপের উই চ্যাং ট্যাংকে ২-১ (৬-৪, ৩-৬, ৬-১) সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছান।
সেমিফাইনালের লড়াইয়ের জন্য যে চার বালকের নাম নিশ্চিত হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের জারিফ একাই এক প্রান্তে দাঁড়িয়ে দেশের আশা জাগাচ্ছেন।
শেষ চারের লড়াইয়ে আসতে ২ নম্বর কোর্টে ভারতের নাভ রবি কুটারী সরাসরি ২-০ (৬-১, ৬-১) সেটে বাংলাদেশের মো. সায়েমকে পরাজিত করে। ৩ নম্বর কোর্টে থাইল্যান্ডের থাপান ভারতের গৌতমকে ২-০ (৬-১, ৬-১) সেটে হারান। ৪ নম্বর কোর্টে হংকংয়ের শিব মোহন সরাসরি ২-০ (৬-৩, ৬-০) সেটে থাইল্যান্ডের লিকুলকে পরাজিত করে সেমিফাইনালের দরজা খুলেছেন।
বালিকাদের একক কোয়ার্টার ফাইনালেও চমক দেখা গেছে। ১ নম্বর কোর্টে চীনের টিয়ানরান ডোং ভারতের তানিসকা ভাট্টাংগারকে ২-০ (৬-২, ৬-৩) সেটে হারান। ২ নম্বর কোর্টে চীনের হানিউ ওয়াং ভারতের সাংভি রেড্ডিকে ২-০ (৬-২, ৬-২) সেটে পরাজিত করেন। ৩ নম্বর কোর্টে মালদ্বীপের আজিম ভারতের ইয়াসিতা অরতিকে ২-০ (৬-২, ৬-২) সেটে হারান।
৪ নম্বর কোর্টে চীনের জিজি ইয়াং ভারতের তামান্না নায়ারকে ২-০ (৬-১, ৬-১) সেটে পরাজিত করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন।
টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়।
আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সেমিফাইনালে উঠেছেন জারিফ আবরার। গত রোববার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে কোয়ার্টার ফাইনালে জারিফ তাইপের উই চ্যাং ট্যাংকে ২-১ (৬-৪, ৩-৬, ৬-১) সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছান।
সেমিফাইনালের লড়াইয়ের জন্য যে চার বালকের নাম নিশ্চিত হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের জারিফ একাই এক প্রান্তে দাঁড়িয়ে দেশের আশা জাগাচ্ছেন।
শেষ চারের লড়াইয়ে আসতে ২ নম্বর কোর্টে ভারতের নাভ রবি কুটারী সরাসরি ২-০ (৬-১, ৬-১) সেটে বাংলাদেশের মো. সায়েমকে পরাজিত করে। ৩ নম্বর কোর্টে থাইল্যান্ডের থাপান ভারতের গৌতমকে ২-০ (৬-১, ৬-১) সেটে হারান। ৪ নম্বর কোর্টে হংকংয়ের শিব মোহন সরাসরি ২-০ (৬-৩, ৬-০) সেটে থাইল্যান্ডের লিকুলকে পরাজিত করে সেমিফাইনালের দরজা খুলেছেন।
বালিকাদের একক কোয়ার্টার ফাইনালেও চমক দেখা গেছে। ১ নম্বর কোর্টে চীনের টিয়ানরান ডোং ভারতের তানিসকা ভাট্টাংগারকে ২-০ (৬-২, ৬-৩) সেটে হারান। ২ নম্বর কোর্টে চীনের হানিউ ওয়াং ভারতের সাংভি রেড্ডিকে ২-০ (৬-২, ৬-২) সেটে পরাজিত করেন। ৩ নম্বর কোর্টে মালদ্বীপের আজিম ভারতের ইয়াসিতা অরতিকে ২-০ (৬-২, ৬-২) সেটে হারান।
৪ নম্বর কোর্টে চীনের জিজি ইয়াং ভারতের তামান্না নায়ারকে ২-০ (৬-১, ৬-১) সেটে পরাজিত করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন।
টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়।
আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সেমিফাইনালে উঠেছেন জারিফ আবরার। গত রোববার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে কোয়ার্টার ফাইনালে জারিফ তাইপের উই চ্যাং ট্যাংকে ২-১ (৬-৪, ৩-৬, ৬-১) সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছান।
সেমিফাইনালের লড়াইয়ের জন্য যে চার বালকের নাম নিশ্চিত হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের জারিফ একাই এক প্রান্তে দাঁড়িয়ে দেশের আশা জাগাচ্ছেন।
শেষ চারের লড়াইয়ে আসতে ২ নম্বর কোর্টে ভারতের নাভ রবি কুটারী সরাসরি ২-০ (৬-১, ৬-১) সেটে বাংলাদেশের মো. সায়েমকে পরাজিত করে। ৩ নম্বর কোর্টে থাইল্যান্ডের থাপান ভারতের গৌতমকে ২-০ (৬-১, ৬-১) সেটে হারান। ৪ নম্বর কোর্টে হংকংয়ের শিব মোহন সরাসরি ২-০ (৬-৩, ৬-০) সেটে থাইল্যান্ডের লিকুলকে পরাজিত করে সেমিফাইনালের দরজা খুলেছেন।
বালিকাদের একক কোয়ার্টার ফাইনালেও চমক দেখা গেছে। ১ নম্বর কোর্টে চীনের টিয়ানরান ডোং ভারতের তানিসকা ভাট্টাংগারকে ২-০ (৬-২, ৬-৩) সেটে হারান। ২ নম্বর কোর্টে চীনের হানিউ ওয়াং ভারতের সাংভি রেড্ডিকে ২-০ (৬-২, ৬-২) সেটে পরাজিত করেন। ৩ নম্বর কোর্টে মালদ্বীপের আজিম ভারতের ইয়াসিতা অরতিকে ২-০ (৬-২, ৬-২) সেটে হারান।
৪ নম্বর কোর্টে চীনের জিজি ইয়াং ভারতের তামান্না নায়ারকে ২-০ (৬-১, ৬-১) সেটে পরাজিত করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন।
টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!