
আগামী মাসের শুরুতেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির ওই চিঠিতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ ইস্যুতে সমাধান খুঁজতে বুধবার একটি বোর্ড সভা ডেকেছে আইসিসি।
তবে ক্রিকেট সংশ্লিষ্ট মহলের ধারণা, পিসিবির পাঠানো এই চিঠি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে খুব বেশি প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, গত সপ্তাহে এ নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও বিসিবি ও আইসিসির কেউই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত বিষয়টির নিষ্পত্তির লক্ষ্যে আইসিসি বোর্ড সভা আহ্বান করে।
এই বিতর্কের সূত্রপাত হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায়। যদিও কলকাতা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ জানায়নি, তবে রাজনৈতিক অস্থিরতার কারণেই মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে তাদের বিশ্বকাপের ম্যাচ খেলবে না।

আগামী মাসের শুরুতেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির ওই চিঠিতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ ইস্যুতে সমাধান খুঁজতে বুধবার একটি বোর্ড সভা ডেকেছে আইসিসি।
তবে ক্রিকেট সংশ্লিষ্ট মহলের ধারণা, পিসিবির পাঠানো এই চিঠি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে খুব বেশি প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, গত সপ্তাহে এ নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও বিসিবি ও আইসিসির কেউই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত বিষয়টির নিষ্পত্তির লক্ষ্যে আইসিসি বোর্ড সভা আহ্বান করে।
এই বিতর্কের সূত্রপাত হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায়। যদিও কলকাতা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ জানায়নি, তবে রাজনৈতিক অস্থিরতার কারণেই মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে তাদের বিশ্বকাপের ম্যাচ খেলবে না।

আগামী মাসের শুরুতেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির ওই চিঠিতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ ইস্যুতে সমাধান খুঁজতে বুধবার একটি বোর্ড সভা ডেকেছে আইসিসি।
তবে ক্রিকেট সংশ্লিষ্ট মহলের ধারণা, পিসিবির পাঠানো এই চিঠি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে খুব বেশি প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, গত সপ্তাহে এ নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও বিসিবি ও আইসিসির কেউই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত বিষয়টির নিষ্পত্তির লক্ষ্যে আইসিসি বোর্ড সভা আহ্বান করে।
এই বিতর্কের সূত্রপাত হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায়। যদিও কলকাতা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ জানায়নি, তবে রাজনৈতিক অস্থিরতার কারণেই মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে তাদের বিশ্বকাপের ম্যাচ খেলবে না।

আগামী মাসের শুরুতেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির ওই চিঠিতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেয় বিসিবি। এ ইস্যুতে সমাধান খুঁজতে বুধবার একটি বোর্ড সভা ডেকেছে আইসিসি।
তবে ক্রিকেট সংশ্লিষ্ট মহলের ধারণা, পিসিবির পাঠানো এই চিঠি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে খুব বেশি প্রভাব ফেলবে না।
উল্লেখ্য, গত সপ্তাহে এ নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও বিসিবি ও আইসিসির কেউই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত বিষয়টির নিষ্পত্তির লক্ষ্যে আইসিসি বোর্ড সভা আহ্বান করে।
এই বিতর্কের সূত্রপাত হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনায়। যদিও কলকাতা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ জানায়নি, তবে রাজনৈতিক অস্থিরতার কারণেই মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে তাদের বিশ্বকাপের ম্যাচ খেলবে না।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!