সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ১,১৪৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন — এমনই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে রোগীর বিভাজন বিভাগ অনুযায়ী মোট সংখ্যা হলো: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে):১৮৬, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২১, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৮২, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৫৪, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৫, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫০, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮।
এছাড়া বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,০৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এই হিসেবে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ছাড়পত্র পেয়েছেন ৬২,৪৪৪ জন। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫,৪৪০ জন এবং মারা গেছে ২৬৩ জন।
অনেক আগে ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ১,১৪৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন — এমনই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে রোগীর বিভাজন বিভাগ অনুযায়ী মোট সংখ্যা হলো: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে):১৮৬, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২১, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৮২, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৫৪, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৫, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫০, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮।
এছাড়া বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,০৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এই হিসেবে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ছাড়পত্র পেয়েছেন ৬২,৪৪৪ জন। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫,৪৪০ জন এবং মারা গেছে ২৬৩ জন।
অনেক আগে ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ১,১৪৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন — এমনই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে রোগীর বিভাজন বিভাগ অনুযায়ী মোট সংখ্যা হলো: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে):১৮৬, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২১, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৮২, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৫৪, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৫, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫০, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮।
এছাড়া বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,০৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এই হিসেবে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ছাড়পত্র পেয়েছেন ৬২,৪৪৪ জন। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫,৪৪০ জন এবং মারা গেছে ২৬৩ জন।
অনেক আগে ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ১,১৪৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন — এমনই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে রোগীর বিভাজন বিভাগ অনুযায়ী মোট সংখ্যা হলো: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে):১৮৬, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২১, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৮২, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৫৪, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৫, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৬, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫০, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮।
এছাড়া বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,০৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এই হিসেবে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ছাড়পত্র পেয়েছেন ৬২,৪৪৪ জন। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫,৪৪০ জন এবং মারা গেছে ২৬৩ জন।
অনেক আগে ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!