সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০২ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রামে এবং অপরজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন।
অন্যদিকে একই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪০৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ৪৫ হাজার ৬৮২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জন মারা যান এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০২ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রামে এবং অপরজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন।
অন্যদিকে একই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪০৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ৪৫ হাজার ৬৮২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জন মারা যান এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০২ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রামে এবং অপরজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন।
অন্যদিকে একই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪০৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ৪৫ হাজার ৬৮২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জন মারা যান এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০২ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ২২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রামে এবং অপরজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন।
অন্যদিকে একই সময়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪০৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ৪৫ হাজার ৬৮২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জন মারা যান এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!