
খুলনায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫)। তার অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেটসংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মামুন শেখ কার্যালয়ে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে ঢুকে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। প্রথম গুলি মিস হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আরও গুলি চালালে মামুন শেখ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। একজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমি ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি।’
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খাইরুল বাশার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।’

খুলনায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫)। তার অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেটসংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মামুন শেখ কার্যালয়ে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে ঢুকে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। প্রথম গুলি মিস হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আরও গুলি চালালে মামুন শেখ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। একজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমি ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি।’
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খাইরুল বাশার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।’

খুলনায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫)। তার অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেটসংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মামুন শেখ কার্যালয়ে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে ঢুকে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। প্রথম গুলি মিস হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আরও গুলি চালালে মামুন শেখ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। একজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমি ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি।’
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খাইরুল বাশার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।’

খুলনায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫)। তার অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেটসংলগ্ন বিএনপির স্থানীয় কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মামুন শেখ কার্যালয়ে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে ঢুকে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। প্রথম গুলি মিস হয়ে পাশে থাকা এমদাদুল হকের শরীরে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আরও গুলি চালালে মামুন শেখ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। একজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমি ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি।’
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খাইরুল বাশার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।’
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!