প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত ১০০টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকটির মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর জন্য তিনি ধন্যবাদ জানান দর্শকদের আর কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটক ইন্ডাস্ট্রির সকলের প্রতি। কারণ এই ১০০ নাটকের সঙ্গে জড়িয়ে আছে ইন্ডাস্ট্রির প্রায় সকল শিল্পী-কুশলী। এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “সিএমভি সৌভাগ্যবান এমন একটি দারুণ খবর সবাইকে জানাতে পেরে। এটা আমাদের দীর্ঘ শ্রম, মেধা ও ভালোবাসার গল্প। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দর্শক, সমালোচক, গণমাধ্যমকর্মী ও নাটকের সঙ্গে জড়িত সকল কলাকুশলীদের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টা ফসল এই কোটি ভিউয়ের শতক অর্জন। এই উৎসাহ নিয়ে সিএমভি সামনের দিনগুলোতে আরো মানসম্মত নাটক ও কনটেন্ট উপহারে প্রতিজ্ঞাবদ্ধ।”
কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে ১৬টি নাটক রয়েছে রুবেল হাসানের, ১২টি নাটক নির্মাতা জাকারিয়া সৌখিনের, ৮টি করে নাটক রয়েছে মিফতা আনান ও মহিদুল মহিমের। এই তালিকায় আরো রয়েছেন—শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ।
এদিকে, অভিনেতা হিসেবে এ তালিকায় রয়েছেন ১৮টি নাটক নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ২৬টি নাটক নিয়ে ফারহান আহমেদ জোভান, ১৯টি নাটক নিয়ে মুশফিক আর ফারহান এবং তৌসিফ মাহবুবের ১৪টি নাটক। এই তালিকায় আরো আছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান, নিলয় আলমগীর প্রমুখ।
অন্যদিকে, অভিনেত্রীর তালিকায় রয়েছেন ১৪টি নাটক নিয়ে মেহজাবীন চৌধুরী, ১৮ নাটক নিয়ে কেয়া পায়েল, ১৬টি নাটক নিয়ে তানজিন তিশা, ১৫টি নাটক নিয়ে তানজিম সাইয়ারা তটিনী এবং ১২টি নাটক নিয়ে নাজনীন নিহা। একই তালিকায় আরো আছেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান প্রমুখ।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত ১০০টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকটির মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর জন্য তিনি ধন্যবাদ জানান দর্শকদের আর কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটক ইন্ডাস্ট্রির সকলের প্রতি। কারণ এই ১০০ নাটকের সঙ্গে জড়িয়ে আছে ইন্ডাস্ট্রির প্রায় সকল শিল্পী-কুশলী। এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “সিএমভি সৌভাগ্যবান এমন একটি দারুণ খবর সবাইকে জানাতে পেরে। এটা আমাদের দীর্ঘ শ্রম, মেধা ও ভালোবাসার গল্প। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দর্শক, সমালোচক, গণমাধ্যমকর্মী ও নাটকের সঙ্গে জড়িত সকল কলাকুশলীদের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টা ফসল এই কোটি ভিউয়ের শতক অর্জন। এই উৎসাহ নিয়ে সিএমভি সামনের দিনগুলোতে আরো মানসম্মত নাটক ও কনটেন্ট উপহারে প্রতিজ্ঞাবদ্ধ।”
কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে ১৬টি নাটক রয়েছে রুবেল হাসানের, ১২টি নাটক নির্মাতা জাকারিয়া সৌখিনের, ৮টি করে নাটক রয়েছে মিফতা আনান ও মহিদুল মহিমের। এই তালিকায় আরো রয়েছেন—শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ।
এদিকে, অভিনেতা হিসেবে এ তালিকায় রয়েছেন ১৮টি নাটক নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ২৬টি নাটক নিয়ে ফারহান আহমেদ জোভান, ১৯টি নাটক নিয়ে মুশফিক আর ফারহান এবং তৌসিফ মাহবুবের ১৪টি নাটক। এই তালিকায় আরো আছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান, নিলয় আলমগীর প্রমুখ।
অন্যদিকে, অভিনেত্রীর তালিকায় রয়েছেন ১৪টি নাটক নিয়ে মেহজাবীন চৌধুরী, ১৮ নাটক নিয়ে কেয়া পায়েল, ১৬টি নাটক নিয়ে তানজিন তিশা, ১৫টি নাটক নিয়ে তানজিম সাইয়ারা তটিনী এবং ১২টি নাটক নিয়ে নাজনীন নিহা। একই তালিকায় আরো আছেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান প্রমুখ।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত ১০০টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকটির মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর জন্য তিনি ধন্যবাদ জানান দর্শকদের আর কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটক ইন্ডাস্ট্রির সকলের প্রতি। কারণ এই ১০০ নাটকের সঙ্গে জড়িয়ে আছে ইন্ডাস্ট্রির প্রায় সকল শিল্পী-কুশলী। এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “সিএমভি সৌভাগ্যবান এমন একটি দারুণ খবর সবাইকে জানাতে পেরে। এটা আমাদের দীর্ঘ শ্রম, মেধা ও ভালোবাসার গল্প। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দর্শক, সমালোচক, গণমাধ্যমকর্মী ও নাটকের সঙ্গে জড়িত সকল কলাকুশলীদের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টা ফসল এই কোটি ভিউয়ের শতক অর্জন। এই উৎসাহ নিয়ে সিএমভি সামনের দিনগুলোতে আরো মানসম্মত নাটক ও কনটেন্ট উপহারে প্রতিজ্ঞাবদ্ধ।”
কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে ১৬টি নাটক রয়েছে রুবেল হাসানের, ১২টি নাটক নির্মাতা জাকারিয়া সৌখিনের, ৮টি করে নাটক রয়েছে মিফতা আনান ও মহিদুল মহিমের। এই তালিকায় আরো রয়েছেন—শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ।
এদিকে, অভিনেতা হিসেবে এ তালিকায় রয়েছেন ১৮টি নাটক নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ২৬টি নাটক নিয়ে ফারহান আহমেদ জোভান, ১৯টি নাটক নিয়ে মুশফিক আর ফারহান এবং তৌসিফ মাহবুবের ১৪টি নাটক। এই তালিকায় আরো আছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান, নিলয় আলমগীর প্রমুখ।
অন্যদিকে, অভিনেত্রীর তালিকায় রয়েছেন ১৪টি নাটক নিয়ে মেহজাবীন চৌধুরী, ১৮ নাটক নিয়ে কেয়া পায়েল, ১৬টি নাটক নিয়ে তানজিন তিশা, ১৫টি নাটক নিয়ে তানজিম সাইয়ারা তটিনী এবং ১২টি নাটক নিয়ে নাজনীন নিহা। একই তালিকায় আরো আছেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান প্রমুখ।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত ১০০টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকটির মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর জন্য তিনি ধন্যবাদ জানান দর্শকদের আর কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটক ইন্ডাস্ট্রির সকলের প্রতি। কারণ এই ১০০ নাটকের সঙ্গে জড়িয়ে আছে ইন্ডাস্ট্রির প্রায় সকল শিল্পী-কুশলী। এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “সিএমভি সৌভাগ্যবান এমন একটি দারুণ খবর সবাইকে জানাতে পেরে। এটা আমাদের দীর্ঘ শ্রম, মেধা ও ভালোবাসার গল্প। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দর্শক, সমালোচক, গণমাধ্যমকর্মী ও নাটকের সঙ্গে জড়িত সকল কলাকুশলীদের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টা ফসল এই কোটি ভিউয়ের শতক অর্জন। এই উৎসাহ নিয়ে সিএমভি সামনের দিনগুলোতে আরো মানসম্মত নাটক ও কনটেন্ট উপহারে প্রতিজ্ঞাবদ্ধ।”
কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে ১৬টি নাটক রয়েছে রুবেল হাসানের, ১২টি নাটক নির্মাতা জাকারিয়া সৌখিনের, ৮টি করে নাটক রয়েছে মিফতা আনান ও মহিদুল মহিমের। এই তালিকায় আরো রয়েছেন—শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ।
এদিকে, অভিনেতা হিসেবে এ তালিকায় রয়েছেন ১৮টি নাটক নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব, ২৬টি নাটক নিয়ে ফারহান আহমেদ জোভান, ১৯টি নাটক নিয়ে মুশফিক আর ফারহান এবং তৌসিফ মাহবুবের ১৪টি নাটক। এই তালিকায় আরো আছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান, নিলয় আলমগীর প্রমুখ।
অন্যদিকে, অভিনেত্রীর তালিকায় রয়েছেন ১৪টি নাটক নিয়ে মেহজাবীন চৌধুরী, ১৮ নাটক নিয়ে কেয়া পায়েল, ১৬টি নাটক নিয়ে তানজিন তিশা, ১৫টি নাটক নিয়ে তানজিম সাইয়ারা তটিনী এবং ১২টি নাটক নিয়ে নাজনীন নিহা। একই তালিকায় আরো আছেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান প্রমুখ।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!