নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক বিওয়াইডি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি অ্যাটো ৩-এর আপগ্রেডেড ভার্সন। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে ফ্ল্যাগশিপ শোরুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের, হেড অব সেলস ফাহমিদ ফেরদৌসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ফিচার ও উন্নয়ন আপগ্রেডেড অ্যাটো ৩-তে ব্যবহৃত হয়েছে ব্লেড ব্যাটারি, যা ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। এতে রয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.০, ইউরো এনসিএপি’র ৫-স্টার সেফটি রেটিং, ৭টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও আধুনিক অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।
রিডিজাইন করা থমাস ব্ল্যাক ইন্টেরিয়র, নতুন কালো রঙের হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ার ও বোল্ড রিম ডিজাইন গাড়িটির এক্সটেরিয়রকে করেছে আরও আকর্ষণীয়।
স্ট্যান্ডার্ড রেঞ্জ ভার্সন: দাম ৪৯.৯০ লাখ টাকা, একবার চার্জে সর্বোচ্চ ৩৪৫ কিমি চলবে। এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন: দাম ৫৫.৯০ লাখ টাকা, একবার চার্জে সর্বোচ্চ ৪২০ কিমি চলবে।
ওয়ারেন্টি সুবিধা
ব্যাটারি: ৮ বছর বা ১,৬০,০০০ কিমি, মোটর ও মোটর কন্ট্রোলার: ৮ বছর বা ১,৫০,০০০ কিমি, পুরো গাড়ি: ৬ বছর বা ১,৫০,০০০ কিমি
বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের বলেন, বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল ব্যবহারে প্রস্তুত। আমরা চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণে সরকার, স্টেকহোল্ডার ও নীতিনির্ধারকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।
২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে “অ্যাটো ৩ উইক”, যেখানে আগ্রহীরা গাড়িটি টেস্ট ড্রাইভ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক বিওয়াইডি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি অ্যাটো ৩-এর আপগ্রেডেড ভার্সন। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে ফ্ল্যাগশিপ শোরুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের, হেড অব সেলস ফাহমিদ ফেরদৌসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ফিচার ও উন্নয়ন আপগ্রেডেড অ্যাটো ৩-তে ব্যবহৃত হয়েছে ব্লেড ব্যাটারি, যা ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। এতে রয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.০, ইউরো এনসিএপি’র ৫-স্টার সেফটি রেটিং, ৭টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও আধুনিক অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।
রিডিজাইন করা থমাস ব্ল্যাক ইন্টেরিয়র, নতুন কালো রঙের হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ার ও বোল্ড রিম ডিজাইন গাড়িটির এক্সটেরিয়রকে করেছে আরও আকর্ষণীয়।
স্ট্যান্ডার্ড রেঞ্জ ভার্সন: দাম ৪৯.৯০ লাখ টাকা, একবার চার্জে সর্বোচ্চ ৩৪৫ কিমি চলবে। এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন: দাম ৫৫.৯০ লাখ টাকা, একবার চার্জে সর্বোচ্চ ৪২০ কিমি চলবে।
ওয়ারেন্টি সুবিধা
ব্যাটারি: ৮ বছর বা ১,৬০,০০০ কিমি, মোটর ও মোটর কন্ট্রোলার: ৮ বছর বা ১,৫০,০০০ কিমি, পুরো গাড়ি: ৬ বছর বা ১,৫০,০০০ কিমি
বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের বলেন, বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল ব্যবহারে প্রস্তুত। আমরা চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণে সরকার, স্টেকহোল্ডার ও নীতিনির্ধারকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।
২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে “অ্যাটো ৩ উইক”, যেখানে আগ্রহীরা গাড়িটি টেস্ট ড্রাইভ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক বিওয়াইডি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি অ্যাটো ৩-এর আপগ্রেডেড ভার্সন। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে ফ্ল্যাগশিপ শোরুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের, হেড অব সেলস ফাহমিদ ফেরদৌসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ফিচার ও উন্নয়ন আপগ্রেডেড অ্যাটো ৩-তে ব্যবহৃত হয়েছে ব্লেড ব্যাটারি, যা ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। এতে রয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.০, ইউরো এনসিএপি’র ৫-স্টার সেফটি রেটিং, ৭টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও আধুনিক অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।
রিডিজাইন করা থমাস ব্ল্যাক ইন্টেরিয়র, নতুন কালো রঙের হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ার ও বোল্ড রিম ডিজাইন গাড়িটির এক্সটেরিয়রকে করেছে আরও আকর্ষণীয়।
স্ট্যান্ডার্ড রেঞ্জ ভার্সন: দাম ৪৯.৯০ লাখ টাকা, একবার চার্জে সর্বোচ্চ ৩৪৫ কিমি চলবে। এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন: দাম ৫৫.৯০ লাখ টাকা, একবার চার্জে সর্বোচ্চ ৪২০ কিমি চলবে।
ওয়ারেন্টি সুবিধা
ব্যাটারি: ৮ বছর বা ১,৬০,০০০ কিমি, মোটর ও মোটর কন্ট্রোলার: ৮ বছর বা ১,৫০,০০০ কিমি, পুরো গাড়ি: ৬ বছর বা ১,৫০,০০০ কিমি
বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের বলেন, বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল ব্যবহারে প্রস্তুত। আমরা চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণে সরকার, স্টেকহোল্ডার ও নীতিনির্ধারকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।
২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে “অ্যাটো ৩ উইক”, যেখানে আগ্রহীরা গাড়িটি টেস্ট ড্রাইভ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক বিওয়াইডি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের জনপ্রিয় ইলেকট্রিক এসইউভি অ্যাটো ৩-এর আপগ্রেডেড ভার্সন। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে ফ্ল্যাগশিপ শোরুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এছাড়া বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের, হেড অব সেলস ফাহমিদ ফেরদৌসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ফিচার ও উন্নয়ন আপগ্রেডেড অ্যাটো ৩-তে ব্যবহৃত হয়েছে ব্লেড ব্যাটারি, যা ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করা সম্ভব। এতে রয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.০, ইউরো এনসিএপি’র ৫-স্টার সেফটি রেটিং, ৭টি এয়ারব্যাগ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট ও আধুনিক অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।
রিডিজাইন করা থমাস ব্ল্যাক ইন্টেরিয়র, নতুন কালো রঙের হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ার ও বোল্ড রিম ডিজাইন গাড়িটির এক্সটেরিয়রকে করেছে আরও আকর্ষণীয়।
স্ট্যান্ডার্ড রেঞ্জ ভার্সন: দাম ৪৯.৯০ লাখ টাকা, একবার চার্জে সর্বোচ্চ ৩৪৫ কিমি চলবে। এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন: দাম ৫৫.৯০ লাখ টাকা, একবার চার্জে সর্বোচ্চ ৪২০ কিমি চলবে।
ওয়ারেন্টি সুবিধা
ব্যাটারি: ৮ বছর বা ১,৬০,০০০ কিমি, মোটর ও মোটর কন্ট্রোলার: ৮ বছর বা ১,৫০,০০০ কিমি, পুরো গাড়ি: ৬ বছর বা ১,৫০,০০০ কিমি
বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের বলেন, বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল ব্যবহারে প্রস্তুত। আমরা চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণে সরকার, স্টেকহোল্ডার ও নীতিনির্ধারকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।
২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে “অ্যাটো ৩ উইক”, যেখানে আগ্রহীরা গাড়িটি টেস্ট ড্রাইভ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!